পিচ্চি বউয়ের রোমান্টিক অত্যাচার পর্ব ৪ - নিবর অনুভূতি

শনিবার, ১৮ মে, ২০২৪

পিচ্চি বউয়ের রোমান্টিক অত্যাচার পর্ব ৪



এতোটুকু গাইতেই ইসরা বদনার বদনা রাগ মাথায় লইয়া 

ইসরাঃ কিহ... আমি তোমাকে পেরা দেই আচ্ছা ঠিক আছে.. আমি আর তোমার সাথে কথাই বলবো না ( কথাটা কইয়াই সেই লেবেলের অভিমান লইয়া ইসরা ছাদ থেকে নেমে গেল) 


যা সা*লা... এটা কি হলো! 

এতো সুন্দর একটা গান শুনাইলাম. কোথায় আমাকে একটা নোবেল ছুইরা মা"রবো  তা না উল্টো ঝাড়ি  থাক বা*ল  আর গানই গামু না.. ছাদ থেকে নেমে ইসরার কাছে গিয়ে 


আমিঃ বাবু তুমি রাগ করছো কেন..


ইসরাঃ সাধে. সাধে  তুই আমার সাথে কথা বলবি না..।


আমিঃ কেনো....


ইসরাঃ এমনি. তুই এখন আমার সামনে থেকে যা.


ধুর বা*ল  আর ভাল্লাগে না কেন যে সা*লার বিয়া করতে গেছিলাম....


বাসা থেকে বেড়িয়ে সোজা আড্ডা খানায় চলে গেলাম ওখানে যেতেই..। 


রুবেলঃ আরেস সা*লা  তোরা দেখ কে আসছে..


আমিঃ অই হারাম*জাদারা. আমারে আর দেখছ নাই  সব গুলা ফেল ফেল করে তাকায়া আছোস কেন.. 


সোহাগঃ না মানে.. তুই বউ রাইক্ষা এইখানে কেনো? 


আমিঃ ( একটু এক্সট্রা ভাব লইয়া)  আরে বেটা তোদের সাথে আড্ডা না দিয়ে কি আর আমি ভালো থাকতে পারি তাই চলে আসলাম ( এই যে পাঠক সাহেরেরা আপনারা আবার বাড়ির ঘটনা টা কইয়া দিয়েন না তাইলে ভাই আমারে ইতানে খেপাইবে )


তারপর হারামি*গুলার  সাথে আড্ডা শেষ করে রাতে বাসায় ফিরলাম...


উরিবাবা কি ঠান্ডা গো...


তারাহুরো করে রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে কম্বলের নিচে ঢুকলাম ধুর সা*লার বউ কই গেলো...


কিছুক্ষণ পরই ইসরা রুমে এসে কম্বলের নিচে ঢুকল আর আমিও সাথে সাথেই অরে জরিয়ে ধরলাম ( আহহ এখন প্রষুর ভাল্লাগছে.. ) 


ইসরাঃ ( রা"ইজ্ঞা  টা"ইজ্ঞা) এই তুমি আমাকে ধরলা কেন..


আমিঃ ওমা.. আমার বউকে আমি ধরবো না..


ইসরাঃ না ধরবানা.. আমিতো তোমাকে প্যা"রা দেই তোমার জীবন ত্যা"না  ত্যা"না  করে ফেলছি আরও যেনো কি?  অহ আমি ফা**জিল, ব**জ্জাত,  তো এখন আমার কাছে কি...


আমিঃ বউ চরি..আর ওমন হবে না  একটু ধরি? 


ইসরাঃ খবরদার আমাকে টাচ করবা না..


আমিঃ বউ.. ভিষণ ঠান্ডা লাগতেছে..


ইসরাঃ লাগুক ঠান্ডা.. ম*র  গিয়ে...


আমিও আর এক মুহুর্তও দেরি না কইরাই ফট কইরা কম্বলের নিচ থেকে বেড়িয়ে রুম থেকে বাইরে চলে আসলাম। আইসাই চাদর গায়ে জড়িয়ে ইসরার অপেক্ষায় বসে থাকতে লাগলাম। যা সা*লা ৫ মিনিট হয়ে গেলো এখনও আসছে না কেনো...


অন্যদিকে ইসরা ( মনে মনে)  কি বেপার ও আবার কোথায় গেলো!  দেখি তো কি করতেছে... 


যেই মাত্র দরজা খুলার আওয়াজ পাইলাম সাথে সাথেই চাদর গায়ে থেকে ফেলে দিয়ে ঠান্ডায়ে কাপ্তে শুরু করলাম...


ইসরাঃ ( দৌড়ে আমার কাছে এসে)  এইই তুমি খালি গায়ে এখানে কাপ্তেছো কেন!  চল রুমে চল 


আমিঃ না জামু না আমি ঠান্ডায় আজকে এখানেই ম*রমু...


ইসরাঃ আল্লাগো.. তুমি এসব কি বলতেছো আমি তো তোমাকে রাগ করে এ কথা বলছি তাই বলে তুমি সেটা সিরিয়াসলি নিবা..


আমিঃ হুম নেবো...


ইসরাঃ আচ্ছা বাবু রুমে চলো.. নয়তো কালকে উনাদের(আপনাদের /পাঠকদের)  গল্প দেবে কে?  প্লিজ বাবু তুমি রুমে চলো...


আমিঃ ( এই যে পাঠক সাহেবেরা আজকে শুধু আপনাদের কথা ভেবে রুমে যাইতাছিগা এর পর যদি কখনো এমন করে তাইলে আর রুমে জামু না ঠান্ডায় ম*ইরা জামু গা ) ওকে চলো.. 


পরের দিন... ভোরে উঠে ফ্রেশ হয়েই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওয়ানা হলাম (আরে আপনাদের তো বলাই হয়নি আসলে আজকে লন্ডন থেকে ভাইয়া আসবে ওকেই রিসিভ করতে এয়ারপোর্টে  যাচ্ছি ভাইয়া পেশায় একজন ডাক্তার আর এই জন্যই কয়েকটি  গুরুত্বপূর্ণ অপারেশন এর জন্য কিছু দিনের জন্য লন্ডন গিয়েছিলেন আর সেই জন্যই বেচারা আমার বিয়েতেও উপস্থিত থাকতে পারেন নি আমার ভাইয়ার নামঃ সাব্বির আহম্মেদ )   


যাক বাবা ভালোই ভালোই ভাইয়া দেশের মাটিতে পা রাখলেন..


তারপর ভাইয়াকে নিয়েই এক্কেবারে বাসায় ফিরলাম ঘরে প্রবেশ করতেই ইসরা ভাইয়াকে দেখা মাত্রই সালাম করলেন..।


ভাইয়াঃ আম্মুকে উদ্দেশ্য করে তা আম্মা তোমার এই ফা*জিল, ছেলেটা এতো লক্ষি একটা মেয়ে কিভাবে পেলো 


আমিঃ এএএএএহ. এই মাইয়াই আমাকে জুর কইরা বিয়া করছে..


আমার মুখে এই কথাটা শোনা মাত্রই ইসরা এক গাট্টি অভি"মানে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলো.. 


ভাইয়াঃ তবে যেটাই বলিস তুই কিন্তু অনেক লাকি যে এমন একটা বউ পাইছিস...


আমিঃ অবশ্য এ দিক থেকে বলতে পারিস আমি সত্যিই অনেক লাকি....


আমার মুখে এই কথাটা শোনা মাত্রই ইসরার সব অভি"মান  মুহুর্তের মধ্যেই বিলিন হইয়া লজ্জাতে পরিনত হইলো  তারপর এক বদনা লজ্জা লইয়া ইসরা আমাদের সামনে থেকে ভাগা দিলো... 

 


রাতে আমি, আব্বু,  ভাইয়া আর ইসরা, চার জন মিলে লুডু খেলতেছি এমন সময় আম্মু এসে


আম্মুঃ সাব্বির বউমা কবে আসবে..


সাব্বিরঃ বলেছো তো তিথি কে নিয়ে ও কালকেই চলে আসবে..


আম্মুঃ অহ..


আমিঃ( এক বস্তা খুশি মনে লইয়া)  ভাইয়া তিথিও আসবে...


ভাইয়াঃ হুম...


ইসরাঃ ( এক গাট্টি রাগ মাথায় লইয়া)  এই তিথি কে..


আমিঃ ভাইয়ার সালিকা মানে আমার বেয়াইন... 


ইসরাঃ আমি আর খেলবো না..


আব্বুঃ সেকি মা কেন..


ইসরাঃ আমার ভালো লাগতেছে না ( আমাকে উদ্দেশ্য করে) এই তুমি একটু আসো।


আমিঃ না আমি জামু না আমি খেলমু..


ভাইয়াঃ আরে বে"টা যা দেখে আয় কি জন্য ডাকে


তারপর ইসরার সাথে রুমে যেতেই ইসরা রুমের দরজা লাগিয়ে দিল।


পরক্ষণেই আমিঃ ( চিল্লায়া চিল্লায়া) মাগো বাবাগো বাচাও...



 #চলবে.......................???