ম্যাম যখন রোমান্টিক বউ পর্ব ৬
ওকে,,
স্যার ফোন কেটে দিল,, আনিকার দিকে তাকালাম,আমি কি এটা ঠিক করলাম?? আনিকা কে কি ভালোবাসবে?? কখন অবহেলা করবে না তো, নিজের মেয়ে নয় বলে?? না না প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে।। যখন পরিবারকে ছাড়তে পেরেছি, তখন মৌ কে ছাড়তে সমস্যা হবে না ইনশাআল্লাহ।।। যদি উল্টাপাল্টা কিছু দেখি।।
মামুনি চলো ম্যামের বাসায় যাবো।
লুঙ্গি গেঞ্জি চেন্জ করে শার্ট প্যান্ট পরে নিলাম, আনিকা কে নীল রঙের পোশাক পরালাম ,,বাইক বের করে ম্যামদের বাসায় চলে আসলাম।। কলিং বেল চাপ দিতে স্যার এসে দরজা খুলে দিল।। আসসালামুয়ালাইকুম স্যার।।
স্যার: স্যার না আব্বু বলো।।
জী,, আপনার সাথে আগে কিছু কথা বলতাম।।
স্যার:বলো,
আপনি এই বিয়ে তে রাজি কেনো হলেন,, জানেন তো আমার একটা বাচ্চা আছে।।
স্যার:মেয়ের জেদ এর কাছে হরে গেলাম।।আর ভয় দেখাচ্ছিলো যদি আমি বা তুমি রাজি না হয় তাহলে সুইসাইড করবে।।
ম্যাম কেনো যে এমন করছে , আমার মধ্যে কি এমন দেখলো যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে।।
স্যার: কি ভাবছো?
কিছু না,
স্যার: আচ্ছা চলো ভিতরে।। কাজী অপেক্ষা করছে!!
জী,,
বিয়েটা হয়ে গেলো,, রাতে ম্যামদের বাসায় আছি।। আনিকা কে নিয়ে অনেক টেনশন লাগছে।। আনিকা যখন ঘুমিয়ে পড়লো তখন তানহা নিয়ে গেলো।।
বাসার ঘরে গেলাম।।
ম্যাম আপনাকে কিছু বলার আছে।।
আমার কথা শুনে ম্যাম ঘোমটা সরিয়ে নিলো,,,
ম্যাম:কিইইইই ,কে ম্যাম হুঁ,আমি এখন তোমার বউ,,আর পানি না তুমি বলবা না হলে খবর আছে?
ওকে,, কিছু বলার ছিলো।।
ম্যাম: হুম,বলো।।।
আনিকা কে কখন অবহেলা করতে পারবা না।।যেদিন করবা মনে করবা সেদিন তোমার শেষ দিন আমার জীবন থেকে।।আমি যতদিন না চাইবো ততোদিন পর্যন্ত আর কোনো সন্তান নিতে পারবে না।।
ম্যাম:ওকে আমি রাজি।। কিন্তু আমার কিছু বলার আছে?
হুম,,,
ম্যাম:না কিছু না,,,
বলো ,,
ম্যাম:না মানে আনিকা তো আমার কাছে আসতেই চাই না।।।
ওহ্,,হা হা হা হা
ম্যাম:হাসো কেনো?
বলে দিবো,,ওরে আদর দিবা তাহলে ঠিক তোমার কাছে যাবে।।
ম্যাম:ওরে কত পটাবার চেষ্টা করছি কিন্তু পারিনি।।
তাই,,,
ম্যাম: হুম,, তুমি বললেই আসে না হলে না।।
আসলে ছোট থেকে আমার আমার কাছে থেকেছে আমার সাথে খেলা করেছি।সব সময় আমার কাছে থেকেছে।।কারো সাথে তেমন মিশতে পাইনি তাই এমন।।
ম্যাম: তোমার বন্ধুদের কাছে ও তো থাকে।।।
আমাকে অনেক মানে তাই।যা বলি তা করে ,আর যা বারন করি তা করে না।।মোট কথা আমি না বললে কিছুই করে না।।
ম্যাম:তার মানে তুমি অন্যের কোলে যেতে বারণ করো।।
না,,তো।।
ম্যাম: তাহলে আসে না কেনো।।
বললাম না আমাকে মানে।।
ম্যাম:ওহ্,,
চলেন নফল নামাজ আদায় করে নি।।
ম্যাম: হুম,,
নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করলাম।।
এবার ঘুমিয়ে পড়েন।।
ম্যাম কেমন করে তাকাল।।
কি?? এভাবে কি দেখছো?
ম্যাম: কিছু না।। আমি আমার টা আদায় করে নিচ্ছি।।
কি আদায় করবা,,(ভুরু কুঁচকে তাকালাম)
ম্যাম মুচকি হাসলাম।।
হাসি দেখে বুঝলাম,,এই হাসি ঘুর্ণিঝড় আসার পূর্বা ভাস।
ম্যাম আমার টেনে বিছানায় ফেলে দিলো,,এই থামো থামো,,
ম্যাম: আবার কি হলো?🙄🙄🙄🙄
আমি তো মোহর এখনি দেয়নি।।
ম্যাম: দেওয়া লাগবে না,,মাপ করে দিলাম।।।
আমাকে কি তোমার ফতুর মনে হয়।🙄🙄
ম্যাম:আমি কি তা বললাম।।
তোমার কথা শুনে তাই মনে হচ্ছে।।।
ম্যাম:ওকে পরে না হয় দিয়ে দিও।।।আর না দিলে সমস্যা নাই।।আমি মোহর নিবো না।।
ওকে, তারপর আবার কি,বাকিটা ইতিহাস,,হা হা হা হা হা হা।।
আজান দিতে ঘুম ভেঙ্গে গেলো, ম্যাম ,ধর বাল ম্যাম ডাকতে ডাকতে বোরিং হয়ে গেছি।। এবার রুচি চেন্জ করি হা হা হা হা 😂😂😂😂 মৌ আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে,, এই ওঠো নামাজ বড়বা না।।
মৌ:ও যাও তো আম্মু।।
আম্মু উউউউ ,,,এই উঠো বলছি ওঠো ।।।
মৌ:ও যাও তো ঘুমাতে দাও ,,,,
আরে আমি তোমার আম্মু না,আমি আলিম তোমার বর।।
মৌ:এ্যাঁ,ও সরি সরি আমি তো ভুলে গেছিলাম 😁😁 আমার বিয়ে হয়েছে।।
প্রতিদিন আম্মু ঘুম ভাঙ্গায় তো তাই ভাবলাম আম্মু।।🙂🙂
এখন বলো তোমাদের ওশরুম কোন দিকে।।
মৌ:এই তো আমার রুমের সাথে এ্যাটাচ।
ওহ্,, ফ্রেশ হয়ে নামাজে যাবো।। হায় হায়
মৌ:কি হলো?🙄🙄
আমি তো কোন পোশাক নিয়ে আসি নাই।।
মৌ: তুমি আমার পাজামা আর জামা পড়ে নাও।।।🤣🤣🤣
মজা নেওয়া হচ্ছে।।😒😒
মৌ:আরে না,, তুমি তো পাজামা পাঞ্জাবী পরে ছিলা।। তোমার গেঞ্জি প্যান্ট তো আছে।।
ও তাই তো।।
মৌ: হুম 😊
উঠতেই মৌ হাসতে লাগলো।।
এভাবে হাসো কেনো?
হেসেই যাচ্ছে,,
এভাবে হাসছো কেনো বলবা তো?
মৌ: তোমার শরীরে পোশাক কোথায়,(হাসতে হাসতে)
নিজের দিকে তাকালাম,হায় হায় কি লজ্জা ,কি লজ্জা,, তখন কম্বল পরে ছিলাম তাই কিছু বুঝতে পারি নাই।। দিলাম ওশরুম এর দিকে দৌড়।। মৌ হাসতে লাগলো।।
কিছুক্ষণ পর,, এই আমার প্যান্ট শার্ট টয়লা টা দাও না।।।(ওশরুম দরজা দিয়ে মাথা একটু বের করে)
মৌ:নিয়ে যাও।।
দিয়ে যাও না।
মৌ:নিয়ে যাও।।
নামাজ পড়তে যেতে দেরী হয়ে যাচ্ছে তো।।।
মৌ:তাই তো বলছি তাড়াতাড়ি এসে নিয়ে যাও।।
দিয়ে যাও না।।
মৌ:নিয়ে যাও,,
দিয়ে যাও না প্লিজ।।
মৌ:আসছি ,,
প্যান্ট শার্ট টয়লা নিয়ে আসলো।।
মৌ:এই নাও,,
নামাজের টাইম পের হয়ে যাচ্ছে তাই ,,না হলে দেখাতাম রোমান্স কাকে বলে হুঁ 😏😏😏,,,
মৌ:তাই,,
হুম 😊,, তাড়াতাড়ি পোশাক পরে ওযু করে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হলাম।।
নামাজ পড়ে এসে,, দেখি মৌ নামাজ পড়ছে তাই আমি বিছানায় বসে বসে দেখতে লাগলাম।। মৌ এর নামাজ পড়া শেষ করে বিছানায় এসে আমার পাশে বসলো।
তুমি কি ঘুমাবা, ঘুমালে ঘুমিয়ে পড়ো।।
মৌ: তুমি ঘুমাবা না।।
না আনিকা যেকোনো সময় ঘুম থেকে উঠে যেতে পারে।।
মৌ:ও ,
হুঁ, তুমি ঘুমালে ঘুমিয়ে পড়ো।।
মৌ:না ঘুমাবো না,, তোমার সাথে গল্প করবো।।
ভালো,,
মৌ: তোমার আব্বু আম্মু মানে তোমার আব্বু আম্মুর কাছে যেতে ইচ্ছা করে না।।।
করে তো অনেক, কিন্তু তারা তো বলে দিয়েছে আমাকে আর কখনো দেখতে চাই না।। কিন্তু তুমি জানো কি ভাবে।।।
মৌ:আমি তো এটাও জানি আনিকা তোমার আপন মেয়ে নয়।।
আমার আপন,আমি না হয় জন্ম দেয় নি কিন্তু আমি ওকে লালন পালন করেছে।। আর এমন কথা ভুলেও যেনে না শুনি না হলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম।।।🤬🤬
মৌ: ওকে বলবো না,,,
হুম,,
তখনই কান্নার আওয়াজ শুনতে পেলাম,, আনিকা কান্না করছে,, আমাকে না পেয়ে।।
আনিকার কান্না করার জন্য তানহার ঘুম ভেঙ্গে গেলো,,
তানহা: কান্না করো কেনো?
আনিকা: আব্বু তোই,আল তুমি তো।।।😭😭😭😭
আনিকা: এ্যাঁ হ্যাঁ 😭😭😭😭
আমি তানহার রুমের সামনে দরজা ধাক্কা দিতে লাগলাম।।।
তানহা উঠে এসে দরজা খুলে দিলো ।।
আমি ভিতরে গেলাম,,এই তো মামুনি আমি।।
আনিকা কে কোলে নিলাম,, কোলে নিয়ে বাইরে এলাম ,,আনিকা কান্না করে যাচ্ছে 😭😭😭
আনিকা:তোই থিলে।।
কোথাও না,, এভাবে কান্না করছো কেন,, সবাই তো পঁচা বলবে।।
আনিকা: হুঁ,,
তাহলে কান্না থামাও,,
আনিকা:হুঁ,,
ছাদে এলাম, সূর্য উঠবে উঠবে করছে ,,, লাল টকটকে আভা দেখা যাচ্ছে।।। হাঁটাহাঁটি করতে লাগলাম।। মামুনি তোমার আম্মু কে দেখবা,,
আনিকা: টুমি টো আমাল আম্মু।।
না আমি তোমার আব্বু,আর তোমার আম্মু হচ্ছে,,,
মৌ:আমি,, (পেছন থেকে বললো)
আমি ঘুরলাম,,,
আনিকা:টুমি??
মৌ: হুঁ মামুনি, এটা তোমার আব্বু আর আমি তোমার আম্মু,, বুঝলা।।
আনিকা:না,,
মৌ আমার দিকে তাকালো,,,
মামুনি,,আমি তোমার আব্বু আর এই হচ্ছে তোমার আম্মু।।
আনিকা: হুঁ,,
হাসলাম,,😀😀😀
তোমার আম্মু কথা সব সময় শুনবা,কোলে যাবা যখন ডাকবে তখন ওকে,,
আনিকা: হুঁ,,
মৌ: তাহলে আমার কাছে এসো।।
আনিকা চলে গেল,,
মৌ: তোমার আব্বু পঁচা তাই না।।
আনিকা:না,, টুমি পঁচা।।আমাল আব্বু অনেক ভালো।।।
মৌ একটু লজ্জার মধ্যে পড়ে গেলো,,,হা হা হা হা হা হা,,
মৌ:হাসো কেনো।।
ম্যাম কোন লাভ হবে না,,
মৌ: হুম, সেটাই দেখছি।।
মামুনি ,সকালে তুমি কি খাও।।
আনিকা:দা থাইয়ে ডেয়।।
রুটি,তার সাথে সবজি বা ডিম ভাজি।। অথবা বিরিয়ানি।।।
মৌ:ওকে, আম্মু কে বলে আসি।। চলো মামুনি তোমার নিনার কাছে গিয়ে বলে আসি।।
মৌ আনিকা কে নিয়ে নিচে গেল।।
আন্টি রান্নাঘরে গেছে তাই মৌ গেলো।।
মৌ:আম্মু কি কি রান্না করছো।।
আন্টি:মৌ কেনো তুই এই বিয়েটা করলি,,তোর সমস্যা হবে।।
মৌ: ওহ্ আম্মু,, তুমি সকাল সকাল কি শুরু করলো।। আমার কোন সমস্যা হবে না।।
কথাটা আমার কান এড়ালো।।।(ধাপি ঘরের পাশে রান্না ঘর থাকায় আর আমিও তখন নিচে আসছি লাম।।।
খুব খারাপ লাগলো,, কিন্তু আন্টি তো ঠিক বলেছেন, নিজের মেয়ের কে খারাপ চাই।।
মৌ:কি রান্না হবে আজ ,সেটা বলো।।
আন্টি: ভাত ,মাংস,রুটি,আর সবজি।।।
মৌ: ওহ্,,,সাথে ডিম ভাজি করিও।।
আন্টি: মাংস তো আছে।ডিম ভাজি কার জন?🙄🙄
মৌ:আনিকা মামুনির জন্য।।।
আন্টি: আচ্ছা যা।।
খাবার সময়,, আনিকা মৌ এর কাছে ষ থেকে আমার কাছে এলো।।
মৌ ডিম ভাজি আর রুটি আমার সামনে এগিয়ে দিলো।। আনিকা কে খাইয়ে দিতে লাগলাম।।
আংকেল, আন্টি , তানহা, মৌ আছে।।
আব্বু আম্মু আপনাদের কিছু বলার ছিলো।।
আংকেল:বলো বাবা।।।