ম্যাম যখন রোমান্টিক বউ পর্ব ৭
আব্বু আম্মু আপনাদের কিছু বলার ছিলো।।
আংকেল:বলো বাবা।।।
আমার সম্পর্কে হয়তো শুনেছেন।। আমার পরিবার কে ছেড়ে তিন বছর বাইরে আছি।।। তারা আমাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছিলো ।। আমি তখন খারাপ ছিলাম,,বাবা মায়ের কথা তেমন শুনতাম না,, নিজের মন মতো চলতাম কিন্তু এতোটাই খারাপ ছিলাম না যে, যে কারণে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে।।।তারা মনে করেছিল আনিকা আমার অবোইধ সন্তান।। মৌ যখন জানে আনিকা আমার নিজের সন্তান না নিশ্চয়ই আপনারাও জানেন।। আনিকা আমার নিজের জন্ম দেওয়া সন্তান না হলেও,, আনিকা আমার জীবন।।আমি আমার থেকে আনিকা কে ভালোবাসি ।। আমি মৌ কে বিয়ে করতে চাই নি,,,আমি বলেছিলাম আপনি আমার থেকে তেমন কিছু পাবেন না।।। কিন্তু মৌ কেনো যে আমাকে বিয়ে করার জন্য পাগলামি শুরু করেছিল জানি না।। আমি বলেছি যে আনিকা কে যদি অবহেলা করে তাহলে তাকে ডিভোর্স দিতে আমার দুই বার ভাবা লাগবে না।।। কিন্তু তাও মৌ রাজি।।
যদি আপনারা আমার মেয়েকে অবহেলা করেন যে এটা তো আমার মেয়ের বাচ্ছা না কার কোথায় ,এরে আদর করে কি হবে।। যদিও ওকে কখনো বুঝতে দেয় নি কোন টা বাবার ভালোবাসা আর কোন টা মায়ের ভালোবাসা।। আমার মেয়ে কারো আদর পাওয়ার জন্য লালাতো হয়ে নাই।।যা আমার কাছে পেয়েছে তা অনেক।।যদি আপনার অবহেলা করেন তাহলে ভুলে যাবো যে আপনি আমার শশুর শাশুড়ি,বা শালিকা।।।
আপনারা আপনাদের মেয়েকে মানাতে পারেন নি।। তো এখানে আমার মেয়ে বা আমি কষ্ট কেনো পাবো?? আপনারা চাইলে উকিল ডকতে পারেন।।যদি মনে করেন যে আপনার মেয়ে আমার কাছে সুখি থাকতে পারবে না।। কিন্তু এটা জোর দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ মৌ কে সবসময় খুশি রাখার চেষ্টা করে রাখতে পারবো।।।
বাকিটা আপনাদের ইচ্ছে।।।
আংকেল: হঠাৎ এমন কথা বলছো কেন??
আসা করি আম্মু বুঝেছে,,উনি ঠিকই বলেছিলো।। এটা ভাবেইন না যে আমি আড়ি পাচ্ছিলাম,,নামার সময় শুনেছি।।
আন্টি:আসলে বাবা।।
আম্মু আপনাকে ছোট করছি না,,, কিন্তু আমি আমার মেয়েকে এগুলো বুঝতে দিতে চাই না যে অবহেলা কি।। যদিও আমি যতোক্ষণ না বলি ততক্ষন কারো কাছে যায় না।।
আনিকা: আব্বু আনি আনি।।
পানি দিলাম,, আনিকা একটু পানি খেয়ে গ্লাস থেকে মুখ টেনে নিল।।
আনিকা:আর থাবো না।।
ওকে,, তুমি বসো কিছু খেয়ে নি।।
আনিকা: হুঁ,, খাওয়া দাওয়া শেষ করে করলাম।।
আব্বু আম্মু,,আমি এখন বাসা চলে যাবো।।
আন্টি: তুমি কি আমার উপর রেগে চলে যেতে চাচ্ছে।।।
আম্মু কিযে বলেন না,,কাজ আছে ,,
আম্মু: বিকেলে গেলে হয় না।।
না আম্মু আমাকে এখনি যেতে হবে।।
আম্মু:যখন থাকবা না তখন যাও।।
তুমি কি কলেজে যাবা,,না বাসা যাবে।।
মৌ:বাসায় যাবো।।
ওকে,, আংকেল আন্টি তানহার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম।।
এভাবে ধরে আছো কেনো,,
মৌ:তো কিভাবে ধরবো?
কাঁধে হাত রেখে ধরো,, সামনে আনিকা আছে??
মৌ: হুম,,,
বাসা চলে এলাম,,
মৌ:বাসা তো অনেক সুন্দর।।
হুম,,
ভিতরে চলে,,তালা খুলে ভিতরে গেলাম।।। ভিতরটা দেখতে লাগলো।।
কি দেখছো?
মৌ:এই তো আমাদের বাসা টা,,,
তোমাদের বাসার মতো আমার বাসা না।।
মৌ:তাও অনেক সুন্দর,,আর এই যে এটা এখন তোমার না,, আমাদের হুঁ।।
হুম,,
মৌ: আমাদের বেড রুম কোন টা।।
এই তো এটা।।
মৌ:ভিতরে গেলাম,, উয়াও অনেক সুন্দর তো পুরো রুমে আনিকার খেলনায় ভর্তি।।
হুম 😊😊
মৌ:মনে হচ্ছে শপিং মল তুলে নিয়ে এসেছো।।।
তা না।।
মৌ:হুম,,রান্না ঘর কোন টা।।
এসো,, এই তো এটা।।
মৌ: খুব ভালো?
হুম,,,
তুমি ঘুরে ঘুরে দেখো,,আমি ল্যাপটপে টা অন করি।।
মৌ:হুম,,মামুনি আমার কাছে এসে।।
আনিকা: হুঁ,,
মৌ আনিকা নিয়ে ঘুরতে লাগলো,,আর আমি ল্যাপটপে কাজ করতে লাগলাম।।
11 টার সময়,,,
মৌ:কি রান্না করবো??
রান্না পারো।।
মৌ:হুম আম্মুর কাছে শিখেছি।।
ফ্রিজে মাংস সবজি রাখা আছে,, আর চাল ডাল রান্না ঘরেই আছে।। আচ্ছা চলো তোমাকে রান্না করতে সাহায্য করি ।।
মৌ:না আমি পারবো।
চলো ,,
মৌ:হুম,,
মৌ রান্না করতে লাগলো,,আমি আর আনিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম।। মৌ কে দেখে অনেক সুন্দর লাগছে,,আর হাসিও পাচ্ছে ঘাম নাকের ডগায় চলে আসছে কিছু চুল মুখের সামনে চলে আসছে,,আর বারবার হাত দিয়ে কানের পিছনে রাখছে।।।ঘামে মৌ এর শরীর ভিজে একাকার হয়ে গেছে।। তাই ফ্যান টা ছেড়ে দিলাম।।
তখনই মৌ আমার দিকে রেগে তাকালো।।
এভাবে কি দেখছো??
মৌ:ফ্যান আছে আগে বলবা না।। ( রেগে)
আহা আমি ভাবলাম তুমি নিজ ইচ্ছায় ফ্যান চালাও না,, হা হা হা হা
মৌ:জানলে অনেক আগেই চালাতাম।।
সরি সরি।।
মৌ এর রান্না শেষ হলো,,আমি গোসল করলাম না আনিকা কে করিয়ে দিলাম,,আমি গোসল আর কি করবো , একবার করেছি তাই না 😁😁😂 নামাজ পড়তে গেলাম।। নামাজ পড়ে এসে দেখি মৌ নামাজ পড়ছে।।মৌ এর নামাজ পড়া শেষ হলে।। খাওয়া দাওয়া শেষ করলাম ঘুমানোর সময়,, আনিকা আমার বুকের উপর শুয়ে আছে,, আর মৌ এক নজরে দেখে আছে।।
মৌ:এই যে নববারে মেয়ে এই বুকে আমার ও অধিকার আছে কিন্তু।।
আনিকা:উুঁ,
মৌ:হুঁ,,মামুনি।।এটা যদি তোমার আব্বু হয় এটা আমার স্বামী বুঝলা।।
আনিকা: না,,
মৌ: তুমি আমার কাছে এসো,, তুমি আমার বুকের উপর শুয়ে থাকবা।।
আনিকা:না,,আব্বুল কাথেই ভালো।
আমি মুচকি মুচকি হাসছি,,
আনিকা ঘুমিয়ে পড়লো,,
মৌ আমার দিকে তাকিয়ে আছে,,কি দেখছো এভাবে,,
মৌ: আমিও তোমার বুকে মাথা রেখে ঘুমাবো।।
তুমি কি বাচ্চা নাকি,,, তুমি কত বড়ো আমার থেকেও।।
মৌ:তাতে কি হয়েছে,,, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো ব্যাস।।
আনিকা তো ঘুমিয়ে আছে,,
মৌ:ও ঘুমিয়ে আছে,,ওর বিছানায় রাখো।।
ওকে,,
মৌ:হুম,,
ঘুমিয়ে পড়লাম,,রাতে সেম অবস্থা।।
পরের দিন সকালে,, আনিকা মামুনি উঠে পড়ো সকাল হয়ে গেছে তো।।।
আনিকা:হুঁ,,
উঠায় তাম না কিন্তু কলেজে যেতে হবে তাই।।
উঠে ফ্রেশ করলাম,, মৌ রুমে এলো।।
মৌ: নাস্তা তৈরি,,
মৌ এর অবস্থা দেখে হাসতে লাগলাম।। আনিকাও হাঁসছে,
মৌ: এভাবে বাবা মেয়ে হাসো কেনো?
তখন ওর সামনে আয়না ধরলাম।।
মৌ:একটু কালি লেগে গেছে আরকি তাই বলে এভাবে হাসতে হবে।।
একটু না অনেক,, তুমি মনে হয় পাতিল এর সাথে লড়াই করছিলা।হা হা হা হা হা হা হা।।
মৌ:ধ্যাত,,খেতে আসো খাবার তৈরি হয়ে গেছে।। আমি গেলাম গোসল করবো।।
তুমি গোসল করে নাও,, সবাই একসাথে খাবো।।
মৌ: হুম,,
মৌ গোসল করতে গেলো,, সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম।। মৌ বোরখা পড়লো।
কলেজের উদ্দেশ্য বের হয়ে গেলাম।। আজ টাকা বেশি করে নিয়ে গেলাম,, জানি আমার কাছে ট্রিট চাইবে।।
কলেজে ঢুকতেই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে।। কারণ আমার সাথে একটা মেয়ে আছে।।
বাইক থেকে নামলাম,,মামুনি তুমি আমার কাছে আসবা না তোমার আমার কাছে থাকবা।।
মৌ:মামুনি তুমি আমার কাছে এসো।।
আনিকা কার কাছে যাবে বুঝতেই পারছে না। একবার আমার দিকে তাকাচ্ছে তো আরেক বার মৌ এর দিকে তাকাচ্ছে।।
আনিকা:আব্বুর তাথে।।
মৌ:না আমার কাছে এসো।।
আনিকা: না,,
মামুনি তুমি তোমার আম্মুর কাছে যাও,,পরে চলে আসবা।।
আনিকা: হুঁ,,
তুমি যাও,,আমি বন্ধুদের কাছে যাই।।
মৌ: ওকে,,যাও।
মৌ চলে গেল আর আমি বন্ধুদের কাছে আসতেই,,
নাজমুল:মেয়েটা কেরে?
তোদের ভাবি।।
লাবনী: ভাবী মানে।।
হুঁ,, তোদের ভাবী।।
আসিফ:সত্যি করে বল না মেয়েটা কে?? আনিকা ও ওর সাথে গেলো।।
বললাম তো তোদের ভাবী ,,তাহলে শোন।। ওদের সব কিছু বললাম।।।
আসিফ:দেখলি আমাদের কথাই সত্যি হয়েছে, ম্যাম তোকে ভালোবাসতো।।
হুম 😊,
নাজমুল:মামা আর দেরি কেন,,চলো ক্যান্টিনে।।
কেনো?
লাবনী:কচি খোকা,, ট্রিট দিবি ট্রিট।।
এটা আবার কি।।
নাজমুল:যাবি না,, অন্য কিছু করবো।।
না ভাই থাক,চল।