মামাতো বোন যখন বউ পর্ব ৩
আমিঃআমি সর্বোচ্চ চেষ্টা করব।।এখন নিলার কাছে যেতে
,,,
হবে।। ওকে রাজি করাতে হবে।।
আমি চলে গেলাম নিলার রুমে,দেখি বিভিন্ন ধরনের
,,,
মাদকদ্রব্য রুমের মধ্যে পড়ে রয়েছে।।।তখন নিলা কিছুটা
,,,
সুস্থ আছে।।
,,,
,,,
,,,
নিলাঃআমার রুমে কেন এসেছিস।।
,,,
আমিঃএমনি এসেছি।।কেন আসতে পরি না,,,
,,,
নিলাঃনা, আসতে পারিস না,,
,,,
আমিঃতুই এসব বাজে জিনিস খাস কেন??আমার কাছে
এরথেকে ভালো সব জিনিস আছে।। আমিও তো এই গুলা ছুইও না।।(মিথ্যা বললাম)
,,,
নিলাঃকেন,তুই ও খাস না কি,,
,,,
আমিঃহ্যা, প্রচুর।। তুই যদি আমার সাথে যাস তাহলে তোর বাড়ির লোকের কথা শুনতে হবে না।।আমি এনে দেব।।আর ঢাকায় প্রচুর পাওয়া যায়।। তুই আমার সাথে যেতে রাজি থাকলে বল।।
,,,
নিলাঃ
,,,
,,,
(কিছু সময় ভেবে)
হ্যা,আমি রাজি।।
,,,
আমিঃতাহলে রেডি হয়ে নে,, বিকালে রওনা দেব।।
,,,
নিলাঃঠিক আছে
,,,
(আমি মনে মনে ভাবছি আমার ব্রিটিশমার্কা বুদ্ধিতে কাজ হয়েছে।।।)
,,,
আমি বাসাই বলে রেডি হতে গেলাম।।
,,,
মামা সন্ধ্যায় ঢাকার বাসের টিকিট নিয়ে আসল।।
,,,
দুপুরের খাবার খেয়ে দিলাম ঘুম।। ঘুম থেকে উঠে ফ্রেশ
,,,
হয়ে দেখি ৪ টা বেজে গেছে।।।আমি নিলার রুমে গিয়ে
,,,
নিলাকে বলি।।
,,,
আমিঃশোন আজ অন্তত মদ খাস না।।
,,,
নিলাঃকেন,,
,,,
আমিঃরাস্তার মানুষ বাজে ভাববে।।আর বাস থেকে
,,,
নামিয়েও দিতে পারে।।
,,,
নিলাঃঠিক আছে কিন্তু বাসায় যেয়ে খেতে হবে বলে
,,,
দিলাম।।
,,,
আমিঃok
,,,
আমি আর নিলা রেডি হয়ে নিচে এসে মামা- মামি,বাবা-মা
,,,
কে বলে বাসস্ট্যান্ডে চলে আসলাম।।
,,,
জ্যাম কম থাকায় কম থাকায় ৭ ঘন্টা পর পৌচ্ছালাম।।।
,,,
তখন বারে গিয়ে দুইটা মদ নিলাম এবং হোসেল থেকে
,,,
কিছু খাবার নিলাম।।নিয়ে আমার বাসায় চলে আসলাম।।
,,,
কোম্পানি থেকে দেওয়া ফ্লাটের দুইটা রুম।।একটাতে নিলা
,,,
আর একটাতে আমি থাকব। রুমে গিয়ে ফ্রেশ হয়ে
,,,,
নিলাকে রাতের খাবার খেয়ে নিতে বললাম।।
,,,
নিলাঃ আমি খাবার খাব না।।আমার মদ দে।।
,,,
আমিঃএটা খেলে তুই দুদিন ঘুমের মধ্যে থাকবি।।তাই খাবার না খেলে অসুস্থ হয়ে যাবি।।
,,,
নিলাঃ খাবার খেয়ে ওইটা দিবি কিন্তু।।
,,,
আমিঃok,,খাবার খেয়ে নে।।আমিও খেয়ে দিলাম একটা
,,,,
ঘুম।।
,,,
কালকে অনেক জার্নির কারনে কারনে ঘুম থেকে উঠতে
,,,
একটু দেরি হলো।।ফ্রেশ হয়ে নাস্তা বানালাম।।
,,,
আমিঃএই নিলা উঠ।।ফ্রেশ হয়ে আয়।।
,,,
নাস্তা খাব।।
,,,
নিলাঃআমার মদ কই।।
,,,
আমিঃ ওটা শুধু রাতে পাবি।।
,,,
আমি আর নিলা নাস্তা শেষ করে।।।
,,,
,,,
,,,
রুমে এসে নিশিকে একটা ফোন দিলাম দেয়।।
,,,
আমিঃhlw, নিশি
,,,
নিশিঃhi,নিলয় কেমন আছো।
,,,
আমিঃভালো,, বিকালে একটু দেখা করতে পারবে।।
,,,
নিশিঃ হ্যা, পারব।।কেন,কোন সমস্যা কি।।
,,,
আমিঃঅনেক দিন দেখিনি তো তাই।
,,,
নিশিঃ কোথায় আসতে হবে।।
,,,
আমিঃআমরা যেখানে দেখা করি।।
,,,
নিশিঃ ok
,,,
আমিঃ ok,,bye
,,,
,,,
,,,
বিকেলে আমি পার্কের উদ্দেশ্য রওনা দিলাম।৫ মিনিট
,,,
অপেক্ষা করার পর দেখি,,,,