মামাতো বোন যখন বউ পর্ব ৪
৫ মিনিট অপেক্ষা করার পর দেখি নিশি আসছে।।
,,,
নিশি এসে কোনো কথা না বলে জড়িয়ে ধরল।।
এরপর আমরা গিয়ে বকুল গাছের নিচে একটা বেঞ্চে বসলাম।।
,,,
আমিঃনিশি একটা কথা বলল।
,,,
নিশিঃ কথা বলতে আবার পারমিশন নেওয়া ধরলে কবে থেকে।।
,,,
আমিঃ না,, মানেএএ,,
,,,
নিশিঃ কি মানে মানে করছো
,,,
আমিঃ প্লিজ আমাকে ভুল বুঝবে না তো।।
,,,
নিশিঃ না,,বুঝবো না।।
,,,
আমিঃ আমি কান্না কান্না শুরে বললাম আমার বিয়ে হয়ে গেছে।।।।
,,,
নিশিঃ কি, তুমি আমাকে ঠকালে।।
,,,
তারপর আমি ঐদিনের যটনাগুলা বললাম।।
,,,
নিশিঃ তারপরও তুমি কেন বিয়েতে রাজি হলে?
,,,
আমিঃযদি মা বলে যে,,,, আমার কথা না শুনলে তুই
আমার মরা মুখ দেখবি।।তখন তুমি কি করবে।। আর
আমি এই কথার কারনে বিয়েতে রাজি হতাম না।।আমি
বলে দিয়েছি নিলা সুস্থ হলে ওকে আমি ডিভোর্স দিয়ে
দিব।।আর একটা বিশ্বাস কর আমি ও নিলা আলাদা রুমে
থাকি।।প্লিজ আমাকে মাফ করে দাও কান্না শুরে।।
,,,
নিশিঃ ঠিক আছে,, তুমি শুধু আমার,,
,,,
,,,
,,,
কিছুক্ষণ ঐজায়গায় থেকে রিক্সায় করে দুইজন বাসায়
গেলাম।।বাসায় যেয়ে দেখি নিলা ঘুমিয়ে আছে।। আমি
ওকে আর ডাকলাম না।।ফ্রেশ হয়ে নিলাম।।
,,,
,,,
অপরদিকে নিশি ভাবছে নিলয় ওকে ঠকাই নি।। নিলয়
পারলে ওর বিয়ের কথা না জানাতে পারত।।ও নিশ্চয়ই
পরিস্থিতির শিকার হয়েছিল।।যার কারনে ও বিয়ে করতে
বাধ্য হয়েছে।।
,,,
,,,
,,,
,,,
নিলয় ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুমিয়ে পড়ল।।কারন কালকে
তার অফিস আছে।।সকালে ঘুমথেকে উঠে নাস্তা করে
আর নিলার জন্য নাস্তা রেডি করে অফিসে চলে গেল।
অফিসের কাজের সময় ভাবছে তার বিয়ের কথা কাউকে জানাবে না।।
,,,
,,,
এভাবে তিনমাস চলে গেল নিলা এখন কিছুটা সুস্থ মদ
বেশি একটা খায় না।।বাড়িটা গুছিয়ে রাখে ভালোভাবে না
পারলেও চেষ্টা করে।।
,,,
,,,
অপরদিকে নিলয় আর নিশির প্রেম আগের মতোই
চলছিল এই তিনমাসে।।
,,,
,,,
,,,
ইদানিং নিলায় লক্ষ্য করছে নিশি তাকে ইগনোর করছে।।
রাতে ফোন ওয়েটিং থাকে।।কোথাও ঘুরতে যেতে চাইলে
বলে আজকে অন্য দিন যাব।।ফোনে তেমন একটা কথা
বলে না।। নিলয় নিশির অবহেলা গুলো সহ্য করতে
পারছে না।।অনেক কষ্ট হচ্ছে নিলয়ের।।
,,,
,,,
এভাবে আরও একমাস চলে গেল,,
,,,
হটাৎ নিশি একদিন নিলয়কে জরুরি কাজে দেখা করতে
বলে ঐ জায়গায়।।যেখানে ওরা দেখা করত।।
নিলয় অফিস শেষে ঐ জায়গায় চলে আসে।।
দেখে নিশি আগে থেকে দাড়িয়ে আছে।।
,,,
আমিঃ নিশি কি হয়ছে,,
,,,
নিশিঃ আমি আর তোমার সাথে রিলেশন continue করতে পারব না।।
,,,
আমিঃ কেন,,
,,,
নিশিঃআমার ফুফাতো ভাই শামীমের সাথে আমার বিয়ে ।।
আর আমি এখন ওকে ভালোবাসি তোমাকে না।।
,,,
আমিঃচল আজ আমরা বিয়ে করে ফেলি।।
,,,
নিশিঃ তুমি কি পাগল হয়ে গেছো।।আমি তোমার বিবাহিত
জীবনে জড়াতে চাইনা।।।তোমার বিয়ের কথা শুনে আমি
যখন কাদতাম তখন শামীম ভাই আমাকে বুঝিয়ছে।। তাইতো,,
তোমাকে এতদিন ইগনোর করছি।।আর আগামী মাসের ১
তারিখ আমাদের বিয়ে।।তোমার আর তোমার মাতাল
বউয়ের দাওয়াত রইল।।সন্ধা হয়ে গেছে আমি চলে
যাচ্ছি।।বলে নিশি চলে যাচ্ছিল।।
,,,
,,,
আমি একধ্যানে নিশির চলে যাওয়া দেখছিল।।
রাত ১০টা বাজে এতক্ষণ নিলয় ঐ জায়গায় দাড়িয়ে
ছিল।।আর ভাবলো নিলাতো বাড়ি আছে।।আজ থেকে
নিলার প্রতি খেয়াল দেব,, নিশির কথা ভুলে যাওয়ার চেষ্টা
করব।।
,,,
,,,
,,,
এই চারমাসে বাড়ির লোকদের সাথে বেশি কথা হয়নি।।
তাই দিলাম মামী কাছে কল,,
,,,
,,,
আমিঃ আসসালামু আলাইকুম,, কেমন আছো।।
,,,
মামীঃওয়ালাইকুম আসসালাম,,ভালো তোমরা কেমন আছো বাবা।।
,,,
আমিঃ জি,আলহামদুলিল্লাহ ভালো।।মামী নিলা বাহিরের
খাবারের মধ্যে কোন খাবার বেশি পছন্দ করে।।
,,,
মামীঃকেন,
আমিঃবলেন তো,
,,,
মামীঃফুসকা,চকলেট।। ফুসকা খুব পছন্দ করে।।
,,
আমিঃ আচ্ছা ঠিক আছে।।
,,,
আমি বাসায় আসার সময় একহাতে মদ আর ফুচকা,
চকলেট নিয়ে বাসায় চলে আসলাম।।কলিংবেল চাপার
কিছুসময় পর দরজা খুলে দিল।।
,,,
নিলাঃ আমার মদ কই,,
,,,
আমিঃ এই নেও,,,নিলা যদি এই তোমার সামনে ফুচকা থাকত তাহলে তুমি কি করতে।।
,,,
নিলাঃ গফগফ করে খেয়ে নিতাম,,
,,,
আমিঃ তুমি আজ মদ না খাও তাহলে তোমাকে ফুচকা এনে দেব।।
,,,
নিলাঃ না,,আমার লাগবে না,,আমি মদ খাব।।
,,,
,,,
আমি ব্যাগ থেকে একটা যেই গালে দিলাম,, নিলা সাথে সাথে আমার হাত থেকে ফুচকার ব্যাগটা নিয়ে নিল।।
,,,
,,,
নিলাঃ আমাকে লোভ দেখিয়ে ফুচকা খাওয়া হচ্ছে।।এই নেও তোমার মদ,,আমি আজ ফুচকা খাব।।
,,,
আমিঃ(মনে মনে ভাবছি এই ব্রিটিশমার্কা বুদ্ধি কাজে লাগাতে হবে)।।নিলা এখানে বসো একটা কথা বলবো।।
,,,
নিলাঃ কি কথা,,
,,,
আমিঃনিলা,,রিফাতের কোন কাজগুলো তোমার বেশি পছন্দ হতো।।
,,,
নিলাঃকিছুদিন পর পর ঘুরতে যাওয়া,, রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়া।।
,,,
আমিঃ নিলা,,যদি এই কাজ গুলো অন্যকেউ করে তোমার কেমন লাগবে।।
,,,
নিলাঃ জানিনা,,কিন্তু ঘুরতে আমার খুব ভালোলাগে।।
,,,
,,,
তারপর থেকে আমি নিলাকে নিয়ে সপ্তাহে একদিন ঘুরতে যেতাম।।রাতে জেগে গল্প করা।। নিলা এখন অনেকটাই সুস্থ।।মদ আনলে বেশি খায় না রেখে দেয়।।এখন আমার প্রত্যকদিন ফুচকা আনতেই হয়।।
,,,
,,,
,,,
একদিন সকালে নিলা বলল আজ আমার এক বান্ধবী আসবে আজকে একটু তাড়াতাড়ি আসতে পারবে।।
আমিঃ দেখি চেষ্টা করবানি।এই তোমার চুলগুলাতো জটলা পাকাইছো আসো আমি চুল আছড়াই দিচ্ছি।।
,,,,
,,,
,,,
আমি নিলার চুল আসড়াই দিচ্ছি আর বলছি।।
,,,
,,,
আমিঃ নিলা,,তুমি ওই ছাইপাস খাও কেন।।
,,,
নিলাঃ আমার তো হচ্ছে হয়না।।তার পরও কষ্ট নিবারনের জন্য খাই।।আমার না খুব কষ্ট হয়।।
,,,
,,,
আমি নিলার চুল আছড়াইয়ে অফিসে যেয়ে শুনি,,