মামাতো বোন যখন বউ পর্ব ২ - নিবর অনুভূতি

মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

মামাতো বোন যখন বউ পর্ব ২



আমি কথা না বলে রুমে চলে গেলাম।।

,,,

মা এসে পাঞ্জাবি দিয়ে বলল পরে রেডি হতে।।আমি আর

,,,

 কথা না বলে রেডি হয়ে চলে গেলেম বিয়ের স্টেজে।। 

,,,

কাজী আমার আর মাতাল টার বিয়ে পড়াতে শুরু করল।।

,,,

বিয়ে পড়ানোর সময় নিলা মাতাল আবস্থাতে ছিল।।তাই

,,,

 কোনো রকমে বিয়ে পড়িয়ে নিলাকে রুমে দিয়ে আসল।। 

,,,

বিয়ে শেষে সবাইকে খাবার দিল বাবা,মামা দেখশোনা

,,,

 করছিল।।আমি দ্রুত খাবার খেয়ে বাসার ছাদে গিয়ে

,,,

 আমার কলিজাকে কল দিলাম,,,

,,,,

,,,,

,,,,

নিশিঃহ্যালো জানু,,

,,,

আমিঃহ্যালো কলিজা,, কেমন আছো,,

,,,

নিশিঃআলহামদুলিল্লাহ, ভালো,,তুমি

,,,

আমিঃআমিও আলাহর রহমতে ভালো আছি।।

,,,

নিশিঃকোথায় তুমি,,

,,,

আমিঃখুলনায় আসছি মা জরুরি কাজে আসতে বলল তাই।।

,,,

নিশিঃ কি কাজে।।

,,,

আমিঃ আমি ভাবছি যদি এখন সত্যিটা বলি তাহলে মেয়েটা খারাপ কিছু করে ফেলবে।।বড্ড বেশি ভালো বাসে আমাকে।।তাই বললাম মামাতো বোনের বিয়েতে।।

,,,

নিশিঃআসবে কবে

,,,

আমিঃ২-৩দিনের মধ্যে।। বিয়েতে

 অনেক কাজ করতে হচ্ছে তাই এখন রাখছি।।(মিথ্যা বললাম)

,,,

নিশিঃওকে,,সাবধানে থাকবে।।

,,,

,,,

,,,

ফোন কেটে দিয়ে ছাদের এক কোনে দাড়িয়ে ভাবছি কি হলো আমার সাথে।।নিশিকে কি বলব এই কথা শুনলে কি করবে।।মন খারাপ করে দাড়িয়ে আছি।

,,,,

হটাৎ আমার কাধে হাতের স্পর্শ অনুভব করলাম দেখি মা দাড়িয়ে আছে।। 

,,,,

,,,,

মাঃএত রাতে এখানে কেন?

,,,

আমিঃএমনি ভালো লাগছে না।।

,,,

মাঃআমি জানি তোর সাথে নিলার বিয়ে দিয়ে বড় অন্যায় করে ফেলেছি।।আমি যদি এই কাজ না করতাম তাহলে আজ আমার ভাইকে হারাতে হতো।।তাই তুই আমাকে ক্ষমা করে দিস।।বলে মা কেদে ফেলল।।

,,,

আমিঃআমি কিন্তু ওকে বৌ হিসেবে মানতে পারব না।। কিন্তু আজ থেকে ওকে স্বাভাবিক করার দায়িত্ব আমার আমি যথাযথ ভাবে চেষ্টা করব।।

,,,

মাঃঠিক আছে।। এবার রুমে যা।।রাত ১২টা বাজতে গেছে।। 

,,,,

আমি এর কথা না বলে রুমে চলে আসলাম।।প্রত্যেক ছেলের বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে।।আমি রুমে দেখি নিলা ঘুমিয়ে আছে খাটে।।আমি আর কথা না বলে সোফায় ঘুমিয়ে পড়লাম।।

,,,,

সকালে মামী এসে ডেকে আসল নাস্তা করার জন্য।। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাকে ফ্রেশ হতে হতে বলে নিচে চলে আসলাম।। নাস্তার টেবিলে বসে নাস্তা করতে বসলাম।।

,,,

তখন,

,,,

মামাঃনিলয় বাবা,, তোকে আমার সকল সম্পত্তি, দিয়ে দিব।। 

,,,

আমিঃমামা,আমাদের কি সম্পত্তি কম আছে।। 

,,,,

মামাঃ না বাবা আমার মেয়েটার আবস্থাতো দেখছিস ওকে দিলে ও নেশা করে শেষ করবে।।।

,,,

তখন নিলা এসে বলে,, 

,,,,

নিলাঃ আমার সম্পত্তি কেন ওকে দেবে।। আমার যা হচ্ছে তাই করব।।নিলয় তুই তাহলে আমাদের সম্পত্তির কারনে আমাকে বিয়ে করেছির।। ( আমি ওর বড় তাও আমার সাথে তুই কর কথা বলে।।)

,,,,

(কেমনডা লাগে বলেন তো আমি নাকি ওকে সম্পত্তির কারনে বিয়ে করেছি)

,,,

আমি আর কথা না বলে দিলাম একটা কসে চড় ঠাসসস,

চড়ের ধাক্কা সামলাতে না পেরে নিলা ফ্লোরে পড়ে গেল।।

,,,,

নিলাঃআব্বু তোমার সামনে আমায় মারল বলে উঠে চলে গেল নিজের রুমে।। 

,,,

নিলার এখন খাবার না খেলেও চলে।।ওর ঘরে অনেক প্রকারের মাদক আছে।।।

,,,

আজ ২দিন হলো নিলা কোনো খাবার খায় না শুধু মদ খায়।।।

,,,

এদিকে আমি মামাকে বললাম নিলাকে নিয়ে আমি ওকে নিয়ে ঢাকায় চলে যাব।।

,,,

মামাঃও রাজি হবে তো।।

,,,

আমিঃরাজি করানোর দায়িত্ব আমার।।আর একটা কথা নিলা যতদিন সুস্থ না হয় ততদিন নিলার সাথে কোনো কথা বলা যাবে না।

,,,

মামিঃবাবা,,ঠিক আছে।

,,,

আমিঃআমি সর্বোচ্চ চেষ্টা করব।।এখন নিলার কাছে যেতে হবে।। ওকে রাজি করাতে হবে।।

,,,