মামাতো বোন যখন বউ পর্ব ১
আমি মায়ের কথায় আকাশ থেকে পড়লাম।আমাকে নাকি
,,,
আমার মাতাল মামাতো বোনকে বিয়ে করতে হবে।
,,,
আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না। তাহলে আমরা
,,,
১ বছর ফ্লাসব্যাকে আসি।
,,,
আমি নিলয়।। ২বছর ধরে আমি একটা প্রাইভেট
,,,
কোম্পনিতে চাকরি করছি।।আমি ঢাকায় থাকি।।মা-বাবা গ্রামের বাড়ি খুলনাতে থাকে।। মামা বাড়ি আমাদের বাড়িথেকে অল্প একটু দুরে।।মাএবং মামা দুই ভাই-বোন।। মামা তাদের গ্রামের একটা হাইস্কুলের শিক্ষক।। তার মাত্র একটা মেয়ে যার নাম নিলা।।এখন ইন্টার ফাস্ট ইয়ারে পড়ার কথা বাট সে এখন মাতাল থাকে।। মাতাল হওয়ার কারণটা হলো,,,
,,,
নিলা তখন ক্লাস টেনে পড়ে তখন তাকে ভালোবাসার কথা বলে রিফাত নামের একটা ছেলে।।প্রথম দিকে নিলা না করে দেয়।।।
কিন্তু সে প্রতিনিয়ত দেখতো ছেলেটা তার জন্য রাস্তায় দাড়িয়ে থাকত।।আস্তে আস্তে নিলাও তার প্রেমের জালে ধরা দেয়।।এভাবে তারা তাদের সম্পর্ক continue করতে থাকে।।
একে অপরের সাথে কথা না বলে থাকতে না পারা।।প্রতিনিয়ত একসাথে ঘুরতে যাওয়া,শপিংয়ে যাওয়া,,্ ফুসকা খাওয়া,, রাতে ফোন কথা বলতে বলতে ঘুমিয়ে যাওয়া।।তাদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল।।এর মধ্যে নিলার এস. এস. সির টেস্ট পরিক্ষা শুরু হয়।।।পরীক্ষার রেজাল্ট একটু খারাপ হওয়ায় সে রিফাত কে বলে তারসাথে একটু কথা কম বলতে।। কারন সামনে এসএস সি পরীক্ষা ( রিফাত হলো নিলার bf)
দিনে একবার কথা হয় তাও আবার ৫-১০ মিনিটের জন্য তবুও ওদের সম্পর্ক ভালো যাচ্ছিল।।।কিছু দিন পর নিলার পরীক্ষা রিফাত তাকে আশ্বাস দেয় যে,,,
সে ভালো রেজাল্ট করবে।।আজ নিলার পরিক্ষা শেষ।।
,,,
নিলা খুব খুশি কারণ আজ থেকে রিফাতের সাথে জমিয়ে কথা বলতে পারবে।।
,,,
কিছুদিন রিফাতের সাথে কথা হওয়ার পর রিফাত নিলাকে জরুরি দেখা করতে বলে।।রিফাতের দেওয়া ঠিকানা একটা পার্কে যেতে বলে।। নিলা প্রথমে পৌঁছে রিফাতের জন্য অপেক্ষা করতেছে।।
,,
রিফাতঃসরি,,দেরি হওয়ার জন্য।।
,,,
নিলাঃএত জরুরি তলব কেন মহারাজ।।
,,,
রিফাতঃতোমাকে আজ একটা কঠিন সত্য বলব আমি।।
,,,
নিলাঃকি কথা বল।।
,,,
রিফাতঃ I am married
নিলাঃ কি,,তুমি আমাকে মিথ্যা বলছো কেন।।
,,,
রিফাতঃসত্যি।।আমার আর রুমির রিলেশন ছিল ২ বছরের বেশি।তারপর ব্রেকআপ হয়।।তারপর তোমার সাথে রিলেশনয়ে জড়াই।।রুমি এ কথা জানতে পেরে আমার মায়ের সাথে কথা বলে আমাকে বিয়ে করে।।তাই, যদিও আমি রাজি ছিলাম না,,তোমার পরীক্ষার সময় হয়েছে তাই তোমাকে বলিনি,,কারন তোমার পরীক্ষা খারাপ হয়ে যেন,,আর আমিও পরিস্থতির স্বীকার,,,
,,,,
আমি বলছি,,, তুমি আমাকে ভুলে যাও।।
,,,,
নিলাঃকান্না করছে আর বলছে তুমি আমাকে ঠকালে কেন।।।
,,,,
রিফাতঃ,,,,,,,,চুপ,,নিলা আমি পরিস্থিতির স্বীকার😢😢
,,,,
,,,,
,,,,
,,,,
নিলাঃভালো থেকো।।সংসার জীবনে সুখি হও।।বলে বাড়ি চলে আসে
,,,,
তারপর থেকে নিলা একদম চুপচাপ হয়ে যায়😢
,,,,
নিত্যনতুন মাদকে আসক্ত হয়ে পড়ে।।
,,,
এর মধ্যে নিলার দুইবার বিয়ে ভেঙে গেছে।। কারন সে সবসময় মাতাল থাকে।।
#বর্তমানে,,,
,,,
বিয়ে দেখি প্রচুর ঝামেলা হচ্ছে।। যেয়ে দেখি মামার সাথে নিলার হবু শ্বশুর তর্ক করছে।।
নিলার শ্বশুরঃ মেয়ে এমন মাতাল একে আমার ছেলের বউ বানাবো না।।বলে বরযাত্রি নিয়ে চলে গেল।।।
,,,
এদিকে মামা-মামী,আব্বু -আম্মু ও হতাশ।। তখন আম্মু বললো নিলার বিয়ে আমার সাথে হবে।।
,,,,
তখনি আম্মু এসে আমাকে বলে নিলাকে বিয়ে করার কথা।
,,,
আমিঃ আম্মু তুমি কি পাগল হয়ে গেছো।নিজের ছেলেকে এমন মাতাল মেয়ের সাথে বিয়ে দিতে।।জানোতো আমি নিশিকে ভালোবাসি তারপরও কেন বল নিলাকে কেন বিয়ে করব।।
,,,
মাঃ আমি কিছু জানিনা তুই বিয়ে করবি কিনা বল।। তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মরা দেখবি।।
,,,
আমিঃআমি নিরুপায়।। নিজের ভাইয়ের সম্মানের জন্য নিজের ছেলের ভালোবাসা কুরবানি দিয়ে দিল।।আমি আর কথা না বিয়ে জন্য রেডি হতে গেলাম।।
,,,