পিচ্চি বউয়ের রোমান্টিক অত্যাচার পর্ব ২
রাত প্রায় ১২ টা.....
এমন সময়ে বাসর ঘরে ঢুকেই যা দেখলাম। তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না...
বাসর ঘর পুরোটাই খালি আমার বউ কই গেলো..
( চেচাইয়া) আম্মুউউ আমার বউ পালাইছে... আম্মু গো
ওওওয়া..... ওওওয়া.... ওওওয়া...
ঠিক তখনই কে জেনো আমার মুখ চেপে ধরলো ( আমিও এক্কেবারে কিলাইয়া টিলাইয়া তাহাকে ছাড়াইলাম.. সা*লা কত্তো বড়ো সাহস আমার মুখ চাইপ্পা ধরছে...)তারপর যেই তাহার দিকে তাকাইলাম... আম্মুউ ভুত ভুত কইয়া চেচাইতে লাগিলাম।
তিনি আমার কলার ধরিয়া আমাকে উনার মুখের কাছে নিয়ে এইই আপনার কি কোনো কমনসেন্স নাই।
যা সা*লা এটা তো আমার বউ হাইরে কাম সারছে তাইলে কি এতোক্ষন আমার কুচিকুচি বউটাকে আমি কিলাইলাম....
আমিঃ বউ তুমি...
ইসরাঃ ( রাগে ফুলিতে ফুলিতে) বাসর রাতে জামাই বউকে আদর করে.. আর তুমি আমারে কিলাইলা কিল্লাই....
আমিঃ ব বউ... আমি ভাবছি অন্য কেউ আমার মুখ চাইপ্পা ধরছে তাই...
ইসরাঃ এইই তুমি আমার সাথে কথা বলবা না..
( এমন সময় আম্মু আসিয়া এন্ট্রি নিলেন)
আম্মুঃ কিরে হা*রামি তুই বাসর ঘরে বউ রাইক্ষা বলতেছিস বউ ভাগা দিছে.. মনডা চাইতেছে তোরে এখন কুইট্টালতাম.. কথাটা কইয়াই রাগে ফুস ফুস করিতে করিতে আমাদের বাসর ঘরের দরজাটা বাইরে থেকে ছিটকানি লাগাইয়া আমার দজ্জাল আম্মু টা ভাগা দিলেন..
আমিঃ কানে ধইরা মিনতি ভংগিমায় বউ চরি
ইসরাঃ তোর সরির গুস্টি কি*লাই...
আমিঃ ( অর কাছে গিয়ে ওর হাত ধরে) বউ খুব লেগেছে.. আমি আদর করে দেই...
ইসরাঃ এই তুই আমাকে টাচ করবি না ( পিঠে হাত দিয়ে) ওমা গো হারা*মজাদা. কিল ও তো আস্তে দেছ নাই.. উফফ আমার পুরো পিঠটা ওওওয়া... ওওওয়া... ওওওয়া
আমিঃ বউ গো.. আমি সত্যিই বুজতে পারি নাই পিলিজ আমাকে আর ভুল বুইঝা দূরে সরায়া রাইখো না.. পিলিজ
ইসরাঃ এএই.. একদম নেকামো করবা না বলে দিচ্ছি... বেশি কাপজাপ করলে ঘর থেকে বের করে দেবো...
আমিঃ ( এক বস্তা খুশি মনে লইয়া) কাম হইবো না আম্মু বাইরে থেকে ছিটকানি লাগাই দিছে..
ইসরাঃ তাতে কি হইছে টয়লেটের দরজা তো আর অফ করে নাই ওইখানে পাঠাই দিবো...
আমিঃ আম্মুউউউউ
ইসরাঃ আম্মুকে ডেকে আর লাভ নাই বাবু আম্মু আর এখানে আসবে না...
আমিঃ বওওওউ.. বউ গো.
ইসরা বালতি বালতি ভাব লইয়া চুপ মেরে বসে আছে...
কেমনডা লাগে সা*লার সেইই ছুডু বেলা থেকে এই বাসর রাত নিয়ে কত্তো স্বপ্ন ছিল। আমার একটা সেই লেবেলের কিউট বউ হবে.. আর সে শুধু আমাকেই প্রচুর ভালোবাসবে , কিন্তু সা*লার প্রথম স্বপ্ন টা সত্যি হলেও.. ২য় টা আমি আর কইতে পারমু না আমার কান্দন আইতাছে.. ওওওয়া. ওওওওয়া..
আমিঃ বউ গো.. আজকের মতো মাফ করে দেওয়া যায় না। আর এমন ভুল হবে না..
ইসরাঃ সত্যি তো..
আমিঃ হুম সত্যি..
ইসরাঃ আচ্ছা ঠিক আছে যাও মাফ করে দিলাম..
আমিঃ ( খুশীর ঠেলায় অর কাছে গিয়ে বসে) আমাল কিউত বউতালে একটু ধইরা দেখি..
ইসরাঃ আল্লাহ.. বউ কে ধরবা সেটাও পারমিশন নিতে হবে..
হেল্লো জনগণ পারমিশন পাইয়া গেছি.. এখন আমি বউ লইয়া বিজি.. আর কিছু কইতে পারমু না.. যা কওয়ার সকালে কমু যান ভাগেন..
🚫লাইট অফ....
সকালে ইসরার ডাকে ঘুম ভাংলো..
ইসরাঃ এই তোমার কফি টেবিলের উপর রেখে গেছি খেয়ে নাও...
আমিঃ তুমি কই যাচ্ছো?
ইসরাঃ আমার কাজ আছে।
আমিঃ আমার এখানেও কাজ আছে। আমার কাছে আসো...
ইসরাঃ (আমার কাছে এসে আমার পাশে বসে) কি কাজ..
আমিঃ আমাকে খাওয়াই দেও..
ইসরাঃ এএএএহ.. আমি পারমু না..
আমিঃ ( বদনার বদনা অভিমান লইয়া) থাক লাগবো না..
ইসরাঃ অলে আমাল বাবুটা কি লাগ করছে? ( কফির মগ টা আমার মুখের কাছে এনে) নাও বাবু খাও...
যেইই কফির মগে মুখ দিতে যাবো ঠিক সেই মুহুর্তেই হারা*মিগুলার আগমন...
রুবেলঃ মামা কি অবস্থা কালকে রাতে এতোগুলা কল দিলাম বাট কল ধরস নাই কেন..
সোহাগঃ আমিও দুয়েক বার ট্রাই করেছি বাট সেম কাহিনী
আমিঃ হুম আমি জানতাম তো তোরা হারা*মজাদারা আমার বাসর রাইতেও কল দিয়ে কইবি দুস্ত কি করিস তাই আগে ভাগেই ফোনটা সাইলেন্ট করে পাশের রুমে চার্জে রেখে আসছিলাম...
ইকবালঃ তা দুস্ত কফি খাবি না
আমিঃ অই হারা*মজাদারা তোরা আর সময় পাইলি না এই টাইমেই তোদের এন্ট্রি নিতে হলো। দেখছিস এখানে একটা রোমান্টিক সিন চলতেছিলো.. এমন সময়ে ইসরা আমারে গুতা দিয়া কইলো এই কি হচ্ছে এসব..
ইসরাঃ ( হারা*মিগুলরে উদ্দেশ্য করে) আচ্ছা আপনারা বসে গল্প করেন আমি আপনাদের জন্য কফি নিয়ে আসছি...
ইকবাইল্লাঃ আচ্ছায়ায়ায়া ভাবি....
আমিঃ ইকবাইল্লা তুই আমার বৌউয়ের দিয়ে তাকাইয়া রইছোছ কেন।
ইকবালঃ দুস্ত এতো সুন্দরী বউ তুই কই খুইজ্জা পাইলি?
আমিঃ অই সা*লা চুপ কর আর তোরা কফি খেয়ে বিদেয় হ..।
রুবেলঃ আরে বেটা শুধু মাত্র এই কফির জন্য কি এই সাজ সকালে এতো কষ্ট করে তোর বাসায় আসছি..
আমিঃ তো কি জন্য আসছিস..
সোহাগঃ আমাদের ট্রিট টা
আমিঃ আমার কাছে কোনো টাকা নাই,,
রুবেলঃ দেখ দুস্ত এই সকাল সকাল তুই বউয়ের হাতে আদর খাবি তাই তো?
আমিঃ হুম
রুবেলঃ তাহলে আমরা যদি তোর রুম থেকে না যাই তাহলে কেমন হবে বল তো.
আমিঃ দুস্ত.. প্লিজ তোরা যা নাইলে
সোহাগঃ নাইলে কি?
আমিঃ আমি কান্দুম...
রুবেলঃ দেখ দুস্ত এসব নেকামো কইরা কোনো লাভ হইবো না..
তারপর অনেক ঠেলাঠেলি কইরাও আমার পকেট টা বাচাইতে পারলাম না..
কিছুক্ষণ পরই ইসরা কফি নিয়ে রুমে প্রবেশ করলো
তারপর কফি খাইয়াই হারা*মিগুলা ভাগা দিলো...।
নাস্তার টেবিলে আব্বু, আম্মু, ইসরা আর আমি বসে নাস্তা খাচ্ছি এমন সময়ে ইসরা তার পা দিয়ে আমার আমার পায়ে গুতা মারলো..
আমি ইসারায় জিজ্ঞেস করলামঃ কি?
ইসরাঃ হা করে ইসারায় বললো খাওয়াই দেও..
আমিও একটু ভাব লইয়া কইলামঃ পারমু না..
সাথে সাথেই ইসরা হাত ধুয়ে খাবার টেবিল থেকে উঠে গেলো..
আম্মুঃ ইসরা কি হইছে..
ইসরাঃ আম্মু আমি খাবো না ( কথাটা বলেই ইসরা রুমে চলে গেলো)
আম্মুঃ ( আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে) আরিয়ান তুই ইসরার সাথে কি করছিস...
.
.
.
#চলবে............................???