রোমান্টিক ছাত্রী যখন বউ পর্ব ১
বিকেল বেলা লম্বা ঘুম ঘুমিয়েছে রাব্বি। প্রায় সন্ধা হয়ে গেছে তখনি রাব্বির আম্মু এসে ডাকলো।
.
--রাব্বি আর কত ঘুমাবি। উঠ তারাতারি, এই অবেলায় কেউ ঘুমায়?(আম্মু)
.
-- যাওতো আম্মু একটু পড়ে উঠতেছি (রাব্বি)
.
--এখনি উঠ।
.
-- হুম বলো( শুয়া থেকে উঠে বসে বলল।)
.
-- আজ থেকে একজনকে প্রাইবেট পড়াবি।
.
-- আচ্ছা পড়াবো সমস্যা নাই। এখন তুমি যাও আমি ঘুমাবো।
.
-- এই অবেলা করে আর ঘুমানোর দরকার নাই। উঠে ফ্রেশ হয়ে পড়াতে যা।
.
-- কাকে পড়াবো?
.
-- ঐ যে তোর মিনারা আন্টি মেয়ে আছে না মী...............।
.
-- থাক আম্মু আর বলতে হবে না। আমি পড়াতে পারবো না। এই মেয়েকে পড়ালে আমি একদিনে পাগল হয়ে যাবো।
.
-- কেন মীম তো ভালো মেয়ে।
.
-- আম্মু তুমি যানো আমাদের এলাকাতে শয়তান নেই কেন?
.
-- কেন?
.
-- তুমার বান্ধবীর মেয়ে মিমের ভয়ে শয়তান আমাদের এলাকাতে আসে না।
.
-- এতকিছু জানি না। তুই এখন পড়াতে যাবি এটাই ফাইনাল। আমি তাদের বলে এসেছি তুই পড়াবি।
.
-- পড়াবো না বলছি তো।
.
-- আচ্ছা তাহলে তোর আব্বু বাসায় আসোক আজকে বলতেছি।
.
-- আরে আম্মু আমিতো মজা করছিলাম। আমি পড়াবো। এখনই যাচ্ছি আর মিম তো খুব ভালো মেয়ে।
.
(রাব্বি তার বাবাকে অনেক ভয় পায়।)
.
-- হুম যা।
.
তারপর ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয় রাব্বি ।
.
এখন পরিচয় দেই।
আপনারা তো বুঝতেই পারছেন কে শিক্ষক আর কে ছাত্রী।
রাব্বির ছাত্রী হলো মীম।
.
রাব্বি হলো বাবা মায়ের ২ মাত্র সন্তান। মানে হলো রাব্বির একটি বড়বোন আছে, বিয়ে হয়ে গিয়েছে। রাব্বি অনার্স ২য় বর্ষে পড়ে।
.
.
আর মিম হলো বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে। বেশি আদরের হলে যা হয় আরকি দুষ্টু। কিন্তু লেখাপড়ায় কাঁচা।
মিম ১০মশ্রেণীতে পড়ে।
কয়েকদিন বাদেই টেষ্ট পরীক্ষা।
.
রাব্বির আম্মু আর মীমের আম্মু বান্ধবী। আর তারা একই এলাকায় থাকে তাই সবাই সবার পরিচিত।
.
পরিচয় দিতে দিতে রাব্বি, মিমদের বাসায় পৌছালো।
.
মীমদের বাসায় কলিংবেল চাপ দিয়েছে কিন্তু দরজা খুলার কোন নাম গন্ধই নেই।
.
২/৩ বার কলিং বেল চাপ দেওয়ার পর মীম এসে দরজা খুলেই বলল।
.
-- কি ব্যাপার রাব্বি ভাই আপনি এখানে? আর দেখছেন কলিং বেল চাপার পরও দরজা খুলছে না। তারমানে ভিতরে মানুষ ব্যস্ত আছে। তাহলে এতবার কলিং বেল কেন দিলেন? আপনার একটুও দৈয্য নেই আপনারতো বউ থাকবে না🤭।(এক সাথে মিম কথাগুলো বলল)
.
রাব্বি কিছুটা রেগে বলল।
.
--আমি মনে হয় ভুল করে এসেছি।
.
বলেই রাব্বি চলে যাচ্ছে।
তখনি মিমের মা এসে বলল।
.
-- রাব্বি বাবা এসো ভিতরো এসো। (মীমের আম্মু)
.
-- জ্বি আন্টি (রাব্বি )
.
-- আমি তুমার আম্মুকে বলেছিলাম তুমি যাতে মিমকে একটু পড়াও। আজকাল মেয়েটা পড়তেই বসে না সারাদিন দুষ্টুমি আর মোবাইল নিয়ে থাকে।তুমি যাদি মিমকে একটু গণিত পড়াও।মীম তুই রাব্বিকে তোর রুমে নিয়ে গিয়ে পড়তে সব।
( মিমের আম্মু)
.
-- হুম ঠিক আছে (মুখ ভেংচি কেটে বলল)
.
মীম মনে মনে বলল "আমাকে পড়াতে আসছো? তুমাকে মজা বুঝাবো চান্দু"
.
তারপর মিমের রুমে গিয়ে পড়াতে বসে রাব্বি।
মীম রাব্বির বরাবর সামনে বসেছে।
.
-- কি কি পড়েছো? আর কোন কোন অঙ্কতে সমস্যা আছে? (রাব্বি)
.
-- আমিতো কিছুই পাড়িনা ভাইয়া(মীম)
.
-- টেষ্ট পরীক্ষা কবে?
.
-- ৭ দিন পর।
.
-- কিহ! ৭ দিন পর পরীক্ষা আর তুমার মাথা ব্যাথা নেই?
.
--মাথা ব্যাথা থাকলে কি আর পরিক্ষা দেওয়া যাবে।
.
-- এখন আমি যেই অংক গুলো করাবো তা ভালো করে বুঝে করবা।
.
.
তারপর একটা অংক ভালোভাবে বুঝানোর পর।
.
-- বুঝেছ?
.
-- নাহ কিছুই বুঝি নি।
.
-- আচ্ছা মীম তুমার মাঝে জি একটুও ভয় করে না যে তুমি পরীক্ষায় পাশ না করতে পারলে ফাইনাল পরীক্ষা দিতে পারবে না।
.
-- ধুর ফাইনাল পরীক্ষা দিয়ে কি করবো?
.
-- গাধী।
.
-- দেখেন ভাইয়া গাধী বলবেন না। আপনি গাধা।
.
-- তুমি তো গাধীই নাহলে এইভাবে বুঝানোর পর কেউ না পারে?
.
তারপর মিম রেগে বলল।
.
-- কোন অংক গুলো কমন মার্ক করে বুঝিয়ে দিয়ে যান।
.
-- এইতো লাইনে আসছো (মনে মনে বলল রাব্বি)
।
তারপর কিছু অংক ভালোকরে বুঝিয়ে দিলো রাব্বি ।
.
-- কালকে সবগুলো থেকে পরীক্ষা নিবেন।
.
-- আচ্ছা দেখবো কেমন পাবো।
.
-- আচ্ছা এখন চলে যান আপনি।
.
-- মীম আমি তুমার শিক্ষক তো ভালো ব্যবহার করবা।
.
-- অলে আমার শিক্ষক (আল্হাদি কন্ঠে)
.
-- ধুর।
.
তারপর রাব্বি চলে আসে
.বাসায় এসে।...
,,
,,
,,
-- আম্মু, আম্মু।
.
-- কি হয়েছে এইভাবে চিল্লচ্ছিস কেন?(আম্মু)
.
-- আমি আর তুমার বান্ধবীর মেয়েকে পড়াতে পারবো না।
.
-- কেন পারবি না।
.
-- এইটা মানুষ হলেতো কথাছিলো.. আস্ত পাগল। কয়েকদিন পড়ালে আমি নিজেই পাগল হয়ে যাবো।
.
-- বাচ্চা মেয়ে একটু তো দুষ্টুমি করবেই।
.
-- আল্লাহ্। এই মেয়ে যদি বাচ্চা হয় তাহলে বুড়া কাকে বলবে?
.
-- বেশি বকিস নাতো তুই পড়াবি এইটাই সিউর।
.
তখনি রাব্বির আব্বু আসে।
.
-- কি হয়েছে রাব্বি তুমার আম্মুর সাথে এমন উচু গলায় কথা বলতেছো কেন? (আব্বু)
.
-- না মানে আব্বু.... (রাব্বি)
.
-- বেশি বড় হয়ে গিয়েছো তাই না?আম্মুর মুখের সাথে কথা বলো।(আব্বু)
.
-- আচ্ছা বাদ দাও খেতে আসো সবাই।(আম্মু)
.
তারপর খাবার খেয়ে রাব্বি তার রুমে যায়।
.
তখনি রাব্বির মোবাইলে মীমের আম্মু কল দেয়।
.
-- হ্যালো আন্টি (রাব্বি)
.
-- বাবা রাব্বি মীমের কথায় তুমি কিছু মনে করো না। মেয়েটা দিন দিন কী যে হয়ে যাচ্ছে।(মীমের আম্মু)
.
-- সমস্যা নেই অান্টি আমি কিছু মনে করিনি(রাব্বি)
.
-- আচ্ছা বাবা রাখি তাহলে।
.
-- জ্বী আন্টি.................................
,,
,,
,,
চলবে,,,,,,,