রোমান্টিক ছাত্রী যখন বউ পর্ব ২
-- আচ্ছা বাবা রাখি তাহলে।(মীমের আম্মু)
.
-- জ্বী আন্টি (রাব্বি)
.
তারপর রাব্বি একটু পড়াশুনা করে ঘুমিয়ে পড়ে।
.
পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যায়।
.
দুপুরেরদিকে বাসায় আসে।
.
দুপুরের খাবার খেয়ে ঘুমায়।
.
হঠাৎ করেই রাব্বির বন্ধু কল দেয়।
.
-- হ্যালো।(রাব্বি )
.
-- কিরে কোথায় আছিস (সাব্বির)
.
-- বাসায় ঘুমায়ই।
.
-- বাহিরে আয় আড্ডা দেই।
.
-- ওকে আসতেছি।
.
তারপর রাব্বি বন্ধুদের সাথে আড্ডাদিতে যায়।
.
আড্ডা দিতে দিতে প্রায় সন্ধা হয়ে যায়।
তখন রাব্বির আম্মু কল দেয়।
.
-- কোথায় তুই?
.
-- এইতো আম্মু বাহিরে কেন?
.
-- মীমকে পড়াবে কে?
.
-- ওহহন।মনেই ছিল না আসতেছি।
.
-- তারাতারি আয়।
.
-- ওকে।
.
রাব্বি বন্ধুদের সাথে বিদায় নিয়ে বাসায় চলে আসে।
.
বাসায় এসে ফ্রেশ হয়ে পড়াতে যাবে তখনি রাব্বির আম্মু বলে।
.
-- শুন রাব্বি।
.
-- বলো আম্মু।
.
-- মেয়েটা ছোট তাই ভালোকরে বুঝিয়ে কথা,বলবি শুনবে। কোন ধমক দিবি না বা রাগ করে কথা বলবি না।
.
-- আচ্ছা ঠিক আছে।
.
রাব্বি মীমদের বাসায় গিয়ে কলিংবেল দেয়।
আজকে একবার দেওয়ার পরই মীমের আম্মু দরজা খুলে দেয়।
.
-- আসো বাবা ভিতে আসো।(মীমের মা)
.
-- জ্বী। মীম কোথায় আন্টি(রাব্বি )
.
-- মীম ওর রুমে আছে তুমি যাও।
.
রাব্বি রুমে গিয়ে চমকে যায়।
কারণ মীম বসে পড়তেছে।
.
-- স্যার এসেছেন।(মীম)
.
রাব্বি আবার অবাক হয় মীমের মুখে স্যার শুনে।
.
-- হ্যা। আর খুব ভালো লাগলো তুমি পড়তে বসেছো।(রাব্বি )
.
-- স্যার এখন থেকে A+ পেতে হলে কী করতে হবে?
.
-- তুমি কি মীম নাকি অন্যকেউ। নাকি জিনে ধরেছে তুমাকে?
.
-- ধুর আপনি মজা করেন কেন?
.
-- আচ্ছা বলোতো কি হয়েছে তুমার?
.
-- আসলে স্যার কালকের আমার ব্যবহারের জন্য আমি সরি। আপনার সাথে এই ব্যবহার করেছি তারপর আম্মু তা আব্বুর কাছে বলেছে। আব্বু এই প্রথম আমাকে থাপ্পড় মেরেছে। আর বলেছে পড়ালেখার নাকি কোন নাম নেই, সুধু দুষ্টামি নিয়ে থাকি। তাই আমি চিন্তা করেছি এখন থেকে ভালো করে পড়ে A+ পাবো।(মীম)
.
-- এইতো ভালো মেয়ে। আর তুমি মোবাইলে কম সময় দিবে তাহলেই পড়তে পারবে।
.
-- এই নিন স্যার।
.
মীম, রাব্বির দিকে মোবাইল বাড়িয়ে দিয়ে বলল।
.
-- আমি তুমার মোবাইল দিয়ে কি করবো?
.
-- আমার ফাইনাল পরীক্ষা শেষ হলে দিবেন।
.
-- আচ্ছা ঠিক আছে। এখন পড়তে বসো।
.
তারপর রাব্বি, মীমকে পড়িয়ে যাওয়ার সময় মীমের আম্মুর কাছে তার মোবাইলটি দিয়ে যায়।
.
রাব্বি বাসায় চলে যায়।
.
.
.
এভাবে কয়েকদিন পড়ানোর পর মীমের টেষ্ট পরীক্ষা চলে আসে।
.
পরীক্ষা দেওয়ার পর। রেজাল্ট দিবে আগের দিন পড়ানোর সময় মীম বলে।
.
-- স্যার কালকে রেজাল্ট দিবে।স্কুলে সবার গার্ডিয়ান নিয়ে যাওয়ার জন্য বলেছেন।
আব্বু ব্যস্ত। আর আম্মু যাবে না আমি নাকি ফেল করবো। আপনি একটু যাবেন আমার গার্ডিয়ান হয়ে?
.
-- আচ্ছি ঠিক আছে।
.
-- থ্যাংকইউ স্যার।
.
-- হুম। কয়টার সময় যেতে হবে।?
.
-- ১০ টার সময়।
.
-- আচ্ছা।
.
.
পরেরদিন সকালে রাব্বি ভার্সিতে যায়। ১০ টার সময় রাব্বি মীমের স্কুলে যায়। গিয়ে দেখে মীম গেইটের সামনেই দারায়ে আছে।
.
রাব্বি মীমকে দেখে মনে মনে একটু হাসে।
কারণ স্কুল ড্রেসে মীমকে একদম পিচ্ছি দেখায়।
.
কিছুক্ষণ পর মীমের রেজাল্ট দেয়।
.
মীম ফেল করেনাই তবে এত ভালোও করে নাই।
.
তারপর গার্ডিয়ান মিটিং শেষে মীম বলে।
.
-- স্যার একটু আসেন ফুচকা খেয়ে আসি।
.
-- আমার কাজ আছে আমি চলে যাই।
.
-- প্লিজ প্লিজ স্যার আসেন।
.
বলেই মীম রাব্বির হাত ধরে টেনে নিয়ে যায় ফুচকাওয়ালার দোকানে।
.
তারপর ২ প্লেট ফুচকার অর্ডার দেয়
.
ফুচকা খাওয়ার সময় মীমের কয়েকটা বান্ধবী এসে বলে। এদের মধ্যে একজন বলে।
.
-- কীরে মীম বয়ফ্রেন্ড নিয়ে এসে ফুচাক খাচ্ছিস আর আমরা কিছুই জানি না।(মীমের বান্ধবী)
.
তখনি রাব্বির গলায় ফুচকা আটকে আয়। রাব্বি কাশতে থাকে।
.
ঐ মেয়েটা তখন বলে।
.
-- ঐ দুলাভাইকে পানি দে।
.
রাব্বি পানি খাওয়ার পর মীম বলে।
.
-- উনি হচ্ছেন আমার স্যার। তোরা কি সব ফালতু কথা বার্তা বলিশ।
.
-- সরি দোস্ত আমরা ভাবছিলাম বয়ফ্রেন্ড।
.
-- যাহ এখান থেকে হারামির দল।
.
তারপর ফুচকা খাওয়া শেষ করে রাব্বি বিল দিয়ে চলে যাচ্ছে তখন মীম বলে।
.
-- স্যার বাসায় যাবেন?
.
-- হ্যা।
.
-- আমিও যাবো চলেন একসাথে যাই।
.
-- চলো।
.
-- স্যার একটা রিকশা নেননা।
.
তারপর একটা রিকশায় উঠে।
.
রাব্বি খেয়াল করে মীম রাব্বির দিকে চেপে বসছে।
.
-- কী ব্যাপার এভাবে চেপে বসতেছো কেন?
.
-- স্যার আমার ভয় করে পড়ে যাবো।
.
-- ভালোকরে ধরে বসো।
.
মীম রাব্বির খুব কাছে গিয়ে বসেছে।
.
রাব্বির শরীর থেকে পারফিউমের গন্ধে মীম যেন মাতাল হয়ে যাচ্ছে।
.
হঠাৎ করেই একটু ভাঙার মধ্যে মীম প্রায় পড়েই যাচ্ছিলো। তখনি রাব্বি ধরে ফেলে।
.
-- এই মেয়ে ধরে বসতে পারো না? এখনই তো না ধরলে পরেই যেতে।
.
তারপর মীম ভালো করে বসে। কিন্তু সেই গন্ধ যেন মীমকে মাতাল করে কাছে নিয়ে যায়।
.
তারপর মীমের বাসার সমনে নামিয়ে দিয়ে রাব্বি তার বাসায় চলে যায়।
.
রাতে রাব্বি পড়ানোর সময় মীম খেয়াল করে রাব্বির কয়েটা চুল তার কপালের উপর পরে আছে।
.
মীম তখন আচমকা ফুঁ দেয়।
.
রাব্বি তখন বলে।
.
-- কী ব্যাপার মীম। তুমার কোনো মনোযোগ দেখছি না।
.
-- না মানে স্যার।
.
-- মাথাথেকে আজাইরা চিন্তা ঝেরে ফেলে পড়ায় মনযোগ দাও............................
,,
,,
,,
চলবে