প্রিন্সিপাল ম্যাডাম যখন বউ শেষ পর্ব
রাতে সুমাইয়ার সাথে কথা বলার এক ফাঁকে সে জানালো যে, ছোট বেলায় তার মা-বাবা মারা যাওয়ার পর সে তার মামার কাছে বড় হয়। এবং তার মামা এখন মামাতো ভাইয়ের সাথে তাকে বিয়ে দিতে চাচ্ছে। এটা শোনার সাথে সাথে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো।
আমিঃ এখন তাহলে কি করবো?
সুমাইয়াঃ আমাকে তোমার করে নাও, আমি তোমাকে আরো কয়েক বছর সময় দিতাম, কিন্তু আমার সমস্যা তো বুঝতেই পারছো। তুমি চিন্তা করো না, তোমার সব খরচ আমি চালাবো।
আমিঃ আরে খরচ না, আমার ফ্যামিলি পারবে আমাদের দুজনকেই চালাতে। আমি ভাবছি বয়স নিয়ে।
সুমাইয়াঃ তোমার ২১ হয় নাই?
আমিঃ সামনে মাসে হবে।
সুমাইয়াঃ তাহলে চিন্তা কিসের? তোমার ফ্যামিলি রাজি করাতে, বিয়ের শপিং করতে করতেই হয়ে যাবে।
আমিঃ হুম
সুমাইয়ার সাথে কথা শেষ করে ভাবতে লাগলাম পরিবারকে রাজি করাতে পারবো কি না। এরপর আম্মুকে সব জানালাম। কিন্তু আম্মু কিছুতেই মানছে না, বলছে ২৮ বছর বয়সী একজন মেয়ের সাথে কিভাবে কি? সমাজ কি বলবে? চারদিকের মানুষ কি বলবে? আর সে তোর ম্যাম। আমাদের একটা স্ট্যাটাস আছে।
অনেক বুঝিয়েও আম্মুকে রাজি করাতে না পেরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে করতে শরীরে অবস্থা খারাপ হয়ে গেলো। এসব দেখে আব্বু আম্মু মেনে নিলো, নিজের এক মাত্র সন্তান বলে কথা।
তারা সুমাইয়াকে দেখতে চাইলো, আমিও একদিন সুমাইয়াকে বাসায় নিয়ে আসলাম, সুমাইয়াকে দেখে আব্বু আম্মুর পছন্দ হলো। সামনে সপ্তাহে আমাদের বিয়ে।
সুমাইয়াকে বলতে লাগলাম-
আমিঃ সুমাইয়া তোমার মামাকে না জানিয়ে বিয়েটা করার কি ঠিক হচ্ছে?
সুমাইয়াঃ কি করবো বলো
আমিঃ তোমার মামাতো ভাইয়ের নাম্বার দাও, উনাকে বুঝিয়ে বললে হয়তো বুঝবে।
এরপর আমি আর সুমাইয়া ওর মামাতো ভাইকে বুঝিয়ে বললাম জানতে পারলাম উনারো গার্লফ্রেন্ড আছে। তাই আমাদের সমস্যা সমাধান হয়ে গেলো। ওর মামাও রাজি হলো। কিন্তু উনার এখন বিদেশ থেকে আসতে পারতেছে না, তাই বললো বিয়েটা করে নিতে, পরে আসবে তারা।
অবশেষে আমি আমার প্রথম ক্রাশ আমার প্রিন্সিপাল ম্যামের সাথেই আমার বিয়েটা হয়ে গেলো। রাত ১২টায় বাসর ঘরে ঢুকে দেখি সুমাইয়া বসে আছে। আমাকে দেখা মাত্র বলতো লাগলো- এতক্ষণ দেরি করছো কেনো, জানো না অপেক্ষা করছি যে।
আমি কিছু না বলে ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। সুমাইয়া বলতে লাগলো- গল্প করবো তো।
আমি ওর কানের কাছে মুখ নিয়ে বললাম- লাভ ম্যারিজে আবার কিসের গল্প? বলেই লাইটা নিভিয়ে দিয়ে হারিয়ে গেলাম দুজন দুজনের মাঝে।
#সমাপ্ত