মামাতো বোন যখন বউ শেষ পর্ব - নিবর অনুভূতি

মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

মামাতো বোন যখন বউ শেষ পর্ব



অফিসে যেয়ে শুনি আজ লান্স লাইমে অফিস ছুটি।।

তাই অফিসের কাজে মনোযোগ দিলাম।।কিছুসময় আমার এক কলিগ নাম আদিবা।।আমার ডেস্কে এসে এসে বলল,,

,,,

আদিবাঃভাইয়া আজ আমার সাথে একটু রেস্টুরেন্টে  যেতে পারবেন।।

,,,

আমিঃ কেন,,

,,,

আদিবাঃ ভাইয়া, আজ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বাইরে দেখা করব,,তাই একটু নার্ভাস লাগছে।।

,,,

আমিঃ আদিবা বোন আমার,, আজ তো  বাসায় কাজ আছে।।আজ যেতে পারবো না।।

,,,

আদিবাঃ ভাইয়া চলেন প্রিজ🙏🙏

,,,

আমিঃ ঠিক আছে,, আমি কিন্তু বেশি সময় দেরি পারবো না।।

,,,

আদিবাঃওকে,,

,,,

,,,

,,,

অফিস শেষ করে আমি আর আদিবা একটা রেস্টুরেন্টে গেলাম।।।অফিস থেকে বেশি দুরে নয়।।।

,,,

এদিকে নিলা ফোন দিয়েই যাচ্ছে।।আজ নিলার বান্ধবী আসার কথা।।। বান্ধবীকে নিলয়ের সাথে দেখা করাবে বলে নিলয়কে দ্রুত বাসায় যেতে বলে।।

,,,

নিলা নিলয়কে অনেকবার ফোন করার পর নিলয় ফোনে বলে,,, 

,,,

,,,

আমিঃ নিলা আমি একটা জরুরি কাজে আছি।।বাসায় এসে তোমাকে সব বলছি।।ফোন কেটে আদিবাকে বলে বাসার উদ্দেশ্য রওনা হলো।।।

,,,

,,,

বাসায় কলিং বেল চাপতেই নিলা দরজা খুলে দিল,,, 

,,,

,,,

নিলাঃ তুমি ঐ মেয়ের সাথে রেস্টুরেন্টে কি করছিলে।।

,,,

আমিঃ ওওও।।আদিবা অনেক request করে আজ ওর bf এর সাথে বাহিরে দেখা করবে।।তাই আমাকে সাথে নিয়ে গেছিল।।আমি আর আদিবা ভাই-বোনতো তাই গেছি।।btতুমি কিভাবে দেখলে,,

,,,

নিলাঃতুমি আমার ফোন ধরায় আমি তোমার অফিসে চলে যাই।।পিয়নের কাছে শুনি তুমি ওর সাথে গেছো।।।তাহলে তো তোমার বাড়িতে হবে না।।

,,,

আমিঃ মানে,,

,,, 

নিলাঃ ঘটকালি,, কইরাতো অনেক টাকা পাইছো,,ঐ টাকা দিয়ে খাবার খাইয়ো।।আর একটা কথা আজ তোমার খাবার বন্ধ আর বাহিরে থেকে খেয়ে আছতে পারবে না।।

,,,

,,,

বলে চলে গেল রান্নাঘরে আর আমি চলে গেলাম ফ্রেশ হতে।। ফ্রেশ হয়ে রুমে বসে গেমস খেলছি।।কিছুক্ষন পর খুব সুস্বাদু খাবারের ঘ্রাণ আসছে রান্না ঘর থেকে।।।

রান্না ঘরে গিয়ে দেখি নিলা চিকেন বিরিয়ানি রান্না করছে।।

,,,

,,,

নিলাঃঘটক মসাই তাকিয়ে লাভ নেই এটা শুধু আমার জন্য।। 

,,,

আমিঃ তাহলে কিচেন থেকে সরো আমি আমার খাবার নিজে রান্না করছি।।

,,,

নিলাঃরান্নাঘর আমার, আমি সরবো কেন,,

,,,

আমিঃ কিচেন আবার কবে থেকে তোমার হলো।।

,,,

নিলাঃ যেদিন থেকে আমি এই বাসায় এসেছি।। 

,,,

,,,

আমি মনে মনে ভাবলাম এখন বলছে খেতে দেবেনা কিন্তু খাওয়ার সময় ঠিকই ডাকবে।।আমি আমার রুমে চলে আসলাম।। ১ঘন্টা পর দেখি নিলা আমাকে একবার ও ডাকে আসিনি,,তাই আমি বাহিরে যেয়ে দেখি নিলা খাবার টেবিলে বসে আছে।।আমি একটা প্লেট নিয়ে যেই খাবার নিতে যাব ঠিক তখনই নিলা বলল,,,

,,,

,,,

নিলাঃএই যে মশাই খাবার আপনার জন্য না,,,

,,,

,,,

আমি খুদা সহ্য করতে পারি না,,তাই প্লেটটা ফ্লোরে ছুড়ে বলি তোর খাবার তুই খা,,আমি রুমে এসে পানি খেয়ে ঘুমিয়ে পড়লাম,, দুপুরে কিছু না খাওয়ায় পেটে খুব ব্যাথা করছে তাই আর ঘুম আসছে না,,আমি আবার পানি খেয়ে রুমে বসেআছি,,তখন নিলা একটা প্লেটে খাবার নিয়ে এল।।

,,,

,,,

নিলাঃ এই যে দুপুর থেকে কিছু খাও নি,, এবার খেয়ে নেও।।

,,,

আমিঃ খাব না বলতে যাব তখনি নিলা খাবার আমার মুখে পুরে দিল,,আর আমি খেতে লাগলাম,,

আজ এই ৬মাস পর মনে হচ্ছে আমি বিবাহিত।। 

,,,

আমিঃ নিলা,,তুমি খাইছো,,

,,,

নিলাঃ না,,

,,,

আমিও নিলাকে আর নিলা আমাকে খাইয়ে দিলাম,,

,,,

খাওয়া শেষে আমি বললাম তুমি খাইছিলে না কেন,,

,,,

নিলাঃ তুমি না খেয়ে আমি কিভাবে খাব,,

,,,

আমিঃ মানেএএ,,

,,,

নিলাঃ মানে,,আমি তোমাকে ভালোবেসে ফেলেছি,,দেখছো না তোমার সাথে থাকতে থাকতে  আমি এখন সম্পূর্ন সুস্থ হয়ে গেছি,,,

,,,

আমিঃ আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি,, 

,,,

নিলাঃ আগে বলোনি কেন,,

,,,

আমিঃ যদি তুমি না মানো,,

,,,

নিলাঃ পাগল একটা,,

,,,

আমিঃ পাগলি একটা বলে জড়িয়ে ধরলাম।। নিলা আমরা আাবার বিয়ে করলে কেমন হয়,,

,,,

নিলাঃহুম,ভালো হয়,,এমনি তেই আমার কোনো কথা মনে নেই আমিতো মাতাল ছিলাম।

,,,

আমিঃআমি তাহলে বাবা,মামাকে বলব।।

,,,

নিলাঃ ঠিক আছে,, 

,,,

,,,

পরেরদিন বাবাকে বললাম আমাদের বিয়ের কথা,, সবাই তো খুব খুশি,,

,,,

,,, 

আমি অফিসে গিয়ে বলি স্যারকে বলি আমার জন্য ১মাসের ছুটি দিতে,,স্যারকেও দাওয়াত দিলাম,, ভালো ভাবেই বিয়েটা হয়ে গেল।।আগের বার বাসর রাতে আমাকে জোর করে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল,,কিন্তু এবার আমার ইচ্ছেতে গেছি,,,এখন কিন্তু নিলা আর আমি একখাটে থাকি,,আজ আমাদের ৫বছর হলো।।আমার আর নিলার একটা মেয়ে হয়েছে নাম রেখেছি জান্নাতুল তাজরিয়া,, আমি এখন আমার বাবার কোম্পনির বস হয়ে আছি।।আগে বলা হয়নি আমার বাবার একটা নিজস্ব কোম্পানি আছে আর আমার আমাদের কোম্পানিতে চাকরি করতে ভালো লাগে না তাই অন্য কোম্পানিতে চাকরি করি।।এবার বাবার অনুরোধে বাবার কোম্পানির দায়িত্ব নিছি।।আমরা এখন খুলনায় থাকি,, মামা মামি ও আমাদের সাথে থাকে,, আমি বাবার কোম্পনি দেখাশোনা করি আর বাসায় সবাই আমার মেয়েকে দেখাশোনা করে।।

আমি আর নিলা ঈদের কেনাকাটা করতে যাচ্ছি হটাৎ নিলা দৌড় দিল আমিও পিছে পিছে গেলাম,,দেখি রিফাত দাড়িয়ে আছে,,নিলা রিফাতকে বললে শুরু করল,, 

,,,

নিলাঃকেমন আছো,,

,,,

রিফাতঃকিছুটা অবাক হয়ে,, হ্যা,ভালো আছি।।

,,,

নিলাঃতুমি আমাকে ছেড়ে চলে গিয়ে খুব ভালো কাজ করেছো,,যার কারণে নিলয়কে আমার জীবনসঙ্গী হিসেবে 

পেয়েছি,, তুমি ভাবছো আমি কিভাবে সুস্থ হলাম,,নিলয়ের যত্নে আমি এখন স্বাভাবিক ভাবে জীবন যাপন করছি।।আর কথা কষ্টের পরই সুখ আসে,,,কথাটা একদম সত্য।। আর এই দেখ আমার মেয়ে।। আমি এখন সুখে আছি।।

bye,, ভালো থেকো।।

রিফাতঃbye,,,

,,,

,,,

এদিকে নিলয় ও খুশি,, মনে মনে বলছে নিশি ওকে ছেড়ে খুব ভালো কাজ করেছে,,তাইতো নিলাকে পেয়েছে,,, 

,,,

,,,

নিলা আর নিলয় ঈদের শপিং শেষে বাসায় গিয়ে সবাইকে ঈদের উপহার দিচ্ছে,, 

,,,

,,,

বাবা-মামার জন্য কিনেছে পাঞ্জাবি- পাজামা।। 

 মা- মামীর জন্য শাড়ি কিনেছে।। 

নিলার জন্য নীল শাড়ি কিনেছে,, 

নিলয় পাঞ্জাবি-পাজামা  কিনেছে,,

আর মেয়ের জন্য নিলার পছন্দের গাউন কিনেছে,, 

এবার ঈদটা ওদের অন্যরকম ভাবে পালন করেছে।।

কিছুদিন পর নিলা মেয়েকে মায়ের রুমে ঘুমিয়ে দিয়ে নিজের রুমে এসে নিলয়কে বলে,, 

,,,

,,,

নিলাঃএই আমার একটা জিনিস  লাগবে,, 

,,,

নিলয়ঃকি জিনিস,, বলো আমি কি তোমার কোনো ইচ্ছা অপূরন করেছি,,

,,,

নিলাঃজান্নাতের জন্য একটা ভাইয়া লাগবে,,

,,,

,,,

নিলা এই বলে নিলয়ের বুকে মুখ গুজালো,,

,,,

নিলয়,তাহলে চলো কাজে নেমে পরি,,

..............end............